কেরলের বামশাসিত সরকারকে সরাসরি আক্রমণ করেন বনসল ৷ একটি জাতীয় সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘অযোধ্যায় রামমন্দির তৈরি নিয়ে যেভাবে উত্তেজনার সৃষ্টি হয়েছে ৷ শবরীমালার সাম্প্রতিক পরিস্থিতিও ঠিক তেমনই ৷ যার জন্য দায়ী সিপিআইএম ৷ কারণ শবরীমালা মন্দিরের ট্রাস্টি বোর্ডে যেভাবে হিন্দু ছাড়াও অন্যদের নিয়োগ করা হচ্ছে ৷ সেটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা ৷ তাই শবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশের বিরুদ্ধে যারা সরব হয়েছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি ৷’
advertisement
এতদিন শবরীমালা মন্দিরে ১০ থেকে ৫০ বছর বয়সি মহিলাদের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল । ৫৩ বছরের এই পুরনো প্রথা বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট । মামলার রায় দিতে গিয়ে আদালতের মন্তব্য, ধর্মাচরণের ক্ষেত্রে কোনও বৈষম্য থাকতে পারে না। শবরীমালা মন্দিরের এই প্রথায় মহিলাদের অধিকার খর্ব হচ্ছিল। মহিলাদের বাধাদান ধর্মের অংশ নয়। রায় দিতে গিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টের রায়কে সমর্থন করে কেরল সরকার ৷ যার জেরে বিজেপি এবং কংগ্রেসের তোপের মুখে পড়ে কেরলের বাম সরকার ৷ বিজেপির দাবি, ভক্তদের ভাবাবেগে আঘাত আনা হচ্ছে ৷