ভাইরাল হওয়া ওই ভিডিও-তে দেখা যাচ্ছে যে সরোজিনী নগরের বাজারে এক ব্যক্তি ক্রমাগত ওই রাশিয়ান মহিলার সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। বার বার তাঁর সঙ্গে বন্ধুত্ব পাতানোর অনুরোধ করতে থাকেন ওই ব্যক্তি। ভিডিও-তে দেখেই পরিস্থিতিকে যথেষ্ট আপত্তিকর বলে মনে হচ্ছে।
আরও পড়ুন: বিদেশে গিয়ে টাকা ছিল না হাতে, রোজগারের জন্য কী করত হত পাক নায়িকা মাহিরাকে! শুনে আঁতকে উঠবেন
advertisement
‘তুমি আমার বন্ধু হবে?’ ওই যুবক বার বার এমন মন্তব্য করতে থাকেন। আর সেটাই ছড়িয়ে পড়েছে গোটা বিশ্ব জুড়ে, কোকোর ব্লগ মাধ্যমে। ওই ভিডিও থেকে জানা যায়, ওই যুবক দাবি করেছেন, একজন রাশিয়ান মহিলার সঙ্গে বন্ধুত্ব করা তাঁর স্বপ্ন ছিল। ওই যুবক কোকোকে উদ্দেশ্য করে বলে, কোকো খুবই সেক্সি। তাই সে বন্ধু হওয়ার অনুরোধ জানাচ্ছে।
ভিডিওটি কোকোর ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। ওই ভিডিও দেখার পর কমেন্ট বিভাগে দর্শকদের ক্ষোভ উপচে পড়েছে। এক ইউটিউব ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘একজন ভারতীয় হিসেবে আমি সেই লোকটির আচরণের জন্য ক্ষমাপ্রার্থী।’ অন্য একজন লিখেছেন, ‘একজন ভারতীয় হিসেবে এই নির্লজ্জ এবং বেপরোয়া লোকটির জন্য লজ্জিত। আমি দুঃখিত যে আমাদের সমাজে এই ধরনের লোক রয়েছে। তবে আমি তোমার সাহসিকতাকে স্যালুট জানাই এবং যেভাবে তুমি সেই লোকটিকে উপেক্ষা করেছো তা প্রশংসার যোগ্য।’
তবে এমন ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও, টুইচ-এ কোরিয়ান ভ্লগার May5w এক ব্যক্তির সঙ্গে কথোপকথনকালে এক অস্বস্তিকর ঘটনার মুখোমুখি হন। তাঁর লাইভস্ট্রিমের অংশগুলি ভাইরাল হওয়ার পরে এই ঘটনাটি সকলের মনোযোগ আকর্ষণ করে।
মধ্যরাতে হংকংয়ের সেন্ট্রালে একটি ট্রাম স্টপে অপেক্ষা করছিলেন ওই ব্লগার। অপেক্ষা করার সময়, এক ব্যক্তি তার কাছে এসে ট্রাম রুট সম্পর্কে তথ্য জানতে চান। কিছুক্ষণ আলোচনার পর মহিলাটি দেরিতে ট্রাম আসায় উদ্বিগ্ন হয়ে ওঠেন। কথা বলার সময়, ওই লোকটি কৃতজ্ঞতা প্রকাশ করে ওই ব্লগারের গায়ে হাত দিতেই সে হাত ঝেড়ে ফেলার চেষ্টা করে। তারপরেই লোকটি অভব্য আচরণের চেষ্টা শুরু করে। পরে ওই ব্লগার সপাটে উত্তর দেন, ‘দয়া করে আমার হাত ধরবেন না।’