TRENDING:

প্লাস্টিক ব্যাগ ব্যবহার করলেই এবার ৫ হাজার টাকা জরিমানা

Last Updated:

প্লাস্টিক বা পলিথিন প্যাকেট ব্যবহার করলেই ক্রেতা-বিক্রেতা দুজনকেই দিতে হবে জরিমানা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পানাজি: সূচ-আলপিন থেকে চাল-ডাল-চিপস, যাই কেনা হোক না কেন হাতের প্লাস্টিক ব্যাগে ঝুলিয়ে বাড়ি ফেরার পথ ধরলেই গচ্ছা একেবারে কড়কড়ে পাঁচ হাজার টাকা ৷ কারণ- প্লাস্টিক বা পলিথিন প্যাকেট ব্যবহার করলেই ক্রেতা-বিক্রেতা দুজনকেই এবার থেকে দিতে হবে জরিমানা ৷
advertisement

পয়লা জুলাই থেকে এমনই নিয়ম কার্যকর হতে চলেছে গোয়ায় ৷ ভারতের অন্যতম বিখ্যাত পর্যটন কেন্দ্র গোয়াকে পরিষ্কার রাখতে বদ্ধপরিকর মুখ্যমন্ত্রী মনোহর পারিকর এবং তাঁর সরকার ৷ মঙ্গলবার মুখ্যমন্ত্রী পারিকর জানান, গোয়ায় সারা বছরই গোটা বিশ্ব থেকে অসংখ্য মানুষ বেড়াকে আসেন ৷ পর্যটন টানতে এবং নিজেদের রাজ্যকে পরিষ্কার রাখতে গোয়ার মুখ্যমন্ত্রী সকলকে প্লাস্টিক ব্যাগ-পলিথিন প্যাকেট ব্যবহার বন্ধ করতে বলেন ৷ তাঁর মতে, প্লাস্টিক জনপ্রিয় ও সুবিদেজনক হলেও পরিবেশের পক্ষে ক্ষতিকর ৷ প্লাস্টিক উদ্ভাবনের আগে সবাই কাপড়ের ব্যাগই ব্যবহার করত ৷

advertisement

গোয়াকে প্লাস্টিক মুক্ত করতে বড়সড় পদক্ষেপ নিয়েছে নয়া সরকার ৷ মঙ্গলবারই মুখ্যমন্ত্রী মনোহর পারিকর ঘোষণা করেন, জুলাই থেকে পলিব্যাগ অর্থাৎ প্লাস্টিকের প্যাকেট নিষিদ্ধ ৷ পয়লা জুলাইয়ের পর পলিথিন বা প্লাস্টিক ব্যাগের কেনাবেচা করা হলে ক্রেতা ও বিক্রেতা উভয়কেই ৫ হাজার টাকা করে জরিমানা করবে সরকার ৷ প্রথমদিকে জরিমানার অঙ্কে কিছু ছাড় পাওয়া গেলেও সময়ের সঙ্গে আরও কড়া হবে আইন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আগ্রা-দিল্লি ছুটছেন কেন, মুঘল শাসক শাহজাহানের ছোঁয়া রয়েছে বাংলাতেও, উইকএন্ড ট্রিপে আসুন
আরও দেখুন

সবশেষে মুখ্যমন্ত্রী মনোহর পারিকর বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বচ্ছ ভারত অভিযানের অন্তর্গত এই পদক্ষেপ ৷ একইসঙ্গে তিনি রাজ্যবাসীর কাছে সঠিকস্থানে বর্জ্যপদার্থ ফেলারও আবেদন জানান ৷ হাইওয়ে পরিষ্কার রাখার জন্য, রাস্তার ধারে নির্দিষ্ট দূরত্ব পর পর জঞ্জাল ফেলার বিশেষ স্থান তৈরি করছে গোয়া সরকার, বলে জানান মনোহর পারিকর ৷

বাংলা খবর/ খবর/দেশ/
প্লাস্টিক ব্যাগ ব্যবহার করলেই এবার ৫ হাজার টাকা জরিমানা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল