TRENDING:

Rs 18 730 Bill At Bar To CCTV Footage: বারে খানাপিনার বিল ১৮হাজার ৭৩০টাকা! বিএমডবলু কাণ্ডে নয়া মোড়

Last Updated:

সাসুন ডকে মাছ কিনতে গিয়েছিলেন দম্পতি। ফেরার পথেই তাঁদের পিষে দিয়ে যায় বিএমডবলু। ঘাতক গাড়িটি শিন্ডেসেনা নেতা রাজেশের বলেই মনে করছে পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: বিএমডবলু কাণ্ডে তদন্তে নয়া মোড়। সিসিটিভি ফুটেজ থেকে উঠে এল দুর্ঘটনার ঠিক আগের ছবি। সদ্য পাওয়া ভিডিয়োতে জুহুর গ্লোবাল তাপস বারের বাইরে অভিযুক্ত মিহির শাহকে দেখা গিয়েছে। গাড়িতে উঠে যাত্রীর আসনে বসতে দেখা যায় শিন্ডেসেনা নেতা রাজেশ শাহের পুত্র মিহিরকে। তবে এই গাড়িটিই সেই বিএমডবলু কিনা তা ফুটেজ থেকে এখনও স্পষ্ট নয়। তাপস বার সূত্রে জানা গিয়েছে, মিহির এবং তাঁর বন্ধুরা মিলে ১৮ হাজার ৭৩০ টাকা বিল মিটিয়েছেন। পুলিশের অনুমান, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ফলেই দুর্ঘটনা। সিসিটিভি ফুটেজ দেখে নতুন করে তদন্ত শুরু করেছে পুলিশ।
মিহির নয়, কে চালাচ্ছিলেন গাড়ি?
মিহির নয়, কে চালাচ্ছিলেন গাড়ি?
advertisement

রবিবার ভোরবেলা মুম্বইয়ের ওরলিতে প্রবল বেগে এসে একটি স্কুটিকে ধাক্কা মেরেছিল একটি বিএমডব্লিউ। ঘটনায় ৪৫ বছরের কাবেরি নাখাবার মৃত্যু হয়। তাঁর স্বামী প্রদীপ নাখাবাও গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। সাসুন ডকে মাছ কিনতে গিয়েছিলেন দম্পতি। ফেরার পথেই তাঁদের পিষে দিয়ে যায় বিএমডবলু। ঘাতক গাড়িটি শিন্ডেসেনা নেতা রাজেশের বলেই মনে করছে পুলিশ। তদন্তে অসহযোগিতার অভিযোগে রাজেশকে রবিবারই গ্রেফতার করেছে পুলিশ।

advertisement

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কয়েক মাস আগে পুণেতে আলোড়ন ফেলেছিল এক ঘাতক পোর্শে। সেই রেশ কাটতে না কাটতে চর্চায় উঠে এল এক বিএমডবলু। তবে শুরুতে মনে করা হয়েছিল, দুর্ঘটনার সময়ে গাড়িটি চালাচ্ছিলেন মিহির। সেই ধারণা বদলে দিচ্ছে সিসিটিভি ফুটেজ। সেখানে দেখা যায় যাত্রীর আসনে বসে মিহির। তাহলে গাড়িটি কে চালাচ্ছিলেন? এ নিয়েও প্রশ্ন উঠছে। তদন্তের জন্য এখনও ৬টি দল গঠন করেছে মুম্বই পুলিশ। যদিও ২৪ বছর বয়সি মিহির এখনও অধরা।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Rs 18 730 Bill At Bar To CCTV Footage: বারে খানাপিনার বিল ১৮হাজার ৭৩০টাকা! বিএমডবলু কাণ্ডে নয়া মোড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল