রবিবার ভোরবেলা মুম্বইয়ের ওরলিতে প্রবল বেগে এসে একটি স্কুটিকে ধাক্কা মেরেছিল একটি বিএমডব্লিউ। ঘটনায় ৪৫ বছরের কাবেরি নাখাবার মৃত্যু হয়। তাঁর স্বামী প্রদীপ নাখাবাও গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। সাসুন ডকে মাছ কিনতে গিয়েছিলেন দম্পতি। ফেরার পথেই তাঁদের পিষে দিয়ে যায় বিএমডবলু। ঘাতক গাড়িটি শিন্ডেসেনা নেতা রাজেশের বলেই মনে করছে পুলিশ। তদন্তে অসহযোগিতার অভিযোগে রাজেশকে রবিবারই গ্রেফতার করেছে পুলিশ।
advertisement
কয়েক মাস আগে পুণেতে আলোড়ন ফেলেছিল এক ঘাতক পোর্শে। সেই রেশ কাটতে না কাটতে চর্চায় উঠে এল এক বিএমডবলু। তবে শুরুতে মনে করা হয়েছিল, দুর্ঘটনার সময়ে গাড়িটি চালাচ্ছিলেন মিহির। সেই ধারণা বদলে দিচ্ছে সিসিটিভি ফুটেজ। সেখানে দেখা যায় যাত্রীর আসনে বসে মিহির। তাহলে গাড়িটি কে চালাচ্ছিলেন? এ নিয়েও প্রশ্ন উঠছে। তদন্তের জন্য এখনও ৬টি দল গঠন করেছে মুম্বই পুলিশ। যদিও ২৪ বছর বয়সি মিহির এখনও অধরা।