আরও পড়ুন – ঢুকছে পশ্চিমীঝঞ্ঝা! বদলে যাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া, বৃষ্টির দাপটে হবে তোলপাড়
আরও পড়ুন – শীতকালে ঠান্ডা না গরমজলে স্নান করবেন? একটা ছোট্ট ভুল জীবন করতে পারে ছারখার
ঘটনার মূল লুকিয়ে আছে গত ২৩ অগাস্ট আদালতের পাঠানো একটি নোটিশে৷ টিকাকরণের বিষয় নিয়ে ও আধুনিক চিকিৎসার বিষয় নিয়ে নেতিবাচক প্রচার চালাচ্ছিল রামদেবের সংস্থা, ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন এই অভিযোগ তোলে৷ সেই অভিযোগে সায় দিয়েছিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ও আয়ুষ মন্ত্রক৷
advertisement
আরও কপি পড়তে ফলো করুন – https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
মঙ্গলবার এই মামলার ভিত্তিতেই সুপ্রিম কোর্ট পতঞ্জলি সংস্থাকে নির্দেশ দিয়েছে, সমস্ত রকম বেপথে চালিত করা বিজ্ঞাপন এই মুহূর্ত থেকে বন্ধ করে দিতে৷ পরবর্তীতে এমন ঘটনা আর ঘটলে আদালত কঠোর সিদ্ধান্ত নিয়ে বাধ্য হবে বলেও জানানো হয়৷ ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের এই আবেদনের ভিত্তিতে মৌখিক ভাবে এই সতর্কবার্তা দিয়েছে শুনানি চলাকালীন৷ আধুনিক চিকিৎসা ব্যবস্থার বিরুদ্ধে এমন বেপথে চালিত করা বিজ্ঞাপন ছাপতে নিষেধ করল আদালত৷
সর্বোচ্চ আদালতের পক্ষ থেকে বলা হয়েছে, এমন বেপথে চালিত করা বিজ্ঞাপনের বিরুদ্ধে লড়াই করতে ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা করার পথেও হাঁটতে পারে আদালত৷ পাশাপাশি, কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছে, এই ধরনের বিজ্ঞাপনের হাত থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে কী কী করা যায়, সে বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত নিতে৷