ওখানকার গ্রামবাসীদের থেকে জানা গিয়েছে, আজ সকালেই প্রথম তাঁরা বাগটিকে দেখতে পান বরগুড়ির তেজপুর সেন্ট্রাল ইউনিভার্সিটির কানেকটিং রোডে। বাঘটিকে প্রথম দেখেন মইনুল হক নামের এক ব্যক্তি। এরপর বাঘটি ওই ব্যক্তির দু'বছরের বাচ্চাকে আক্রমণ করে। কিন্তু মানুষের চিৎকারে সে সময় পালিয়ে যায়। বাচ্চাটি আহত হয়। চিকিৎসা চলছে তার। এর পরই একজন এ-রিক্সা চালককে আহত করে বাঘটি। এবং গ্রামবাসীদের তাড়া করে।
advertisement
বাঘের আতঙ্কে ও তাড়ায় পালাতে থাকেন গ্রামবাসীরা। একটি ভিডিওতে ধরা পড়ে সেই দৃশ্য। বাঘটি কিভাবে ঝাঁপিয়ে পড়ছে মানুষের ওপর। যা রীতিমতো আতঙ্কের সৃষ্টি করেছে। প্রসঙ্গত কাজিরাঙা ন্যাশনাল পার্কের রয়্যাল বেঙ্গল নিয়ে মানুষের উৎসাহ সব সময়। জঙ্গলপ্রেমীদের কাছে এই বাঘ দেখাটা ভাগ্যের। কিন্তু এই ধরণের ঘটনা ঘটলে তা সব সময় আতঙ্কের। তবে এখনও বাঘটিকে ধরা যায়নি বলে চিন্তায় বনদফতর।