বিহারের বিধানসভা নির্বাচনে ফল ঘোষণার পরই দল এবং পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেন রোহিনী আচার্য৷ নিজের এই সিদ্ধান্তের জন্য তেজস্বী ঘনিষ্ঠ নেতা আরজেডি-র রাজ্যসভার সাংসদ সঞ্জয় যাদব এবং রামিজ নামে দু জনকেই দায়ী করেন রোহিনী৷
রবিবার রোহিনী এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘গতকাল একজন মেয়ে, একজন বোন, একজন বিবাহিত মহিলা এবং একজন মাকে অপমান করা হয়েছে, নোংরা গালিগালাজ করা হয়েছে, এমন কি মারার জন্য চটিও তোলা হয়৷ আমি নিজের আত্মসম্মান নিয়ে সমঝোতা করিনি৷ আমি সত্যিটা চাপা দিতে রাজি হইনি৷ আর সেই কারণেই আমাকে এই অপমান সহ্য করতে হল৷ গতকাল একজন মেয়েকে তাঁর বাবা মা এবং বোনদের কাঁদিয়ে চলে আসার জন্য বাধ্য করা হয়েছে৷ ওরা আমাকে আমার বাপের বাড়ি থেকে বের করে দিয়েছে৷ আমাকে ওরা অনাথ করে দিয়েছে৷ আর কাউকে যেন আমার মতো এই পথে হাঁটতে না হয়৷ কোনও পরিবারে যেন রোহিনীর মতো কোনও মেয়ে অথবা বোন না থাকে৷’
advertisement
এক্স হ্যান্ডেলে এই পোস্ট করার ঘণ্টাখানেক বাদে আরও একটি পোস্ট করে রোহিনী লেখেন, ‘গতকাল আমাকে অভিশাপ দিয়ে আরও বলা হয় যে আমি একজন নোংরা মানুষ এবং কোটি কোটি টাকার বিনিময়ে আমি আমার বাবার শরীরে আমার নোংরা কিডনি প্রতিস্থাপন করিয়েছি৷ আমার মতো যে মহিলারা বিবাহিত এবং যাঁদের বাপের বাড়িতে একজন ভাই রয়েছে,তাঁরা কেউ কখনও নিজের ঈশ্বরতুল্য বাবার প্রাণ রক্ষা করবেন না৷ তার বদলে নিজের ভাইকে বলবেন যাতে সে নিজের অথবা তার হরিয়ানার বন্ধুদের কিডনি বাবাকে দেওয়ার ব্যবস্থা করে৷ সব বোন এবং মেয়েদের শুধুমাত্র নিজের শ্বশুরবাড়ির সংসারেই মন দেওয়া উচিত৷ নিজের বাবা মায়ের কথা ভাবা উচিতই নয়৷ আমি নিজের পরিবার, তিন সন্তানের কথা না চিন্তা করে পাপ করেছি৷ বাবাকে কিডনি দান করার আগে নিজের স্বামী অথবা শ্বশুরবাড়ির অনুমতি না নেওয়াও আমার ভুল হয়েছিল৷ আমি যা করেছি শুধুমাত্র আমার ভগবান, আমার বাবাকে বাঁচানোর জন্য করেছি৷ আর আজকে আমাকে বলা হচ্ছে আমার সেই কিডনি নোংরা৷ আমার মতো ভুল আর কেউ করবেন না৷ কোনও পরিবারে যেন রোহিনীর মতো মেয়ে না থাকে৷’
২০২২ সালের ডিসেম্বর মাসে সিঙ্গাপুরের হাসপাতালে লালুপ্রসাদ যাদবকে কিডনি দান করেন তাঁর মেয়ে রোহিনী৷ সেই সময় রোহিনী বলেছিলেন, ঈশ্বরতুল্য বাবাকে কিডনি দান করতে পেরে তিনি গর্বিত৷
আরজেডি-র রাজ্যসভার সাংসদ সঞ্জয় যাদব তেজস্বী যাদবের অন্যতম ঘনিষ্ঠ এবং আস্থাভাজন নেতা৷ রোহিনীর পোস্টে নাম থাকা দ্বিতীয় জন রামিজ উত্তরপ্রদেশের একটি রাজনৈতিক পরিবারের সদস্য৷ এই রামিজও তেজস্বীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত৷
এর আগে সঞ্জয় যাদবের নাম না করেই এক্স হ্যান্ডেলে একটি পোস্টে রোহিনী চ্যালেঞ্জ করে বলেছিলেন, বাবাকে কিডনি দেওয়ার বিনিময়ে তিনি কোনও সুবিধা নিয়েছেন অথবা তাঁর কিডনি দানের ঘটনা মিথ্যে বলে কেউ প্রমাণ করতে পারেন, তাহলে তিনি রাজনৈতিক জীবন থেকে নিজেকে সরিয়ে নিয়ে অন্তরালে চলে যাবেন৷ যাঁরা তাঁর এই বিরুদ্ধে এই গুজব ছড়াচ্ছে তাঁদেরকেও এই অভিযোগ প্রমাণের চ্যালেঞ্জ ছুড়ে দেন রোহিনী৷
