গণপতি উৎসবের সময় মূর্তি বিসর্জন শোভাযাত্রায় ১০০ জনেরও বেশি স্থানীয় লোক অংশ নিয়েছিলেন, সেই সময় একটি বেপরোয়া SUV বাগিচা-জশপুর রোডে শোভাযাত্রায় ঢুকে পড়ে বলে জানিয়েছেন জশপুরের সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ শশী মোহন সিং। মঙ্গলবার রাতে জুরুদন্ড গ্রামে ঘটেছিল।
advertisement
দুর্ঘটনায় নিহতদের নাম বিপিন প্রজাপতি (১৭), অরবিন্দ কেরকেট্টা (১৯) এবং খিরোভাতি যাদব (৩২)। একই সঙ্গে এই ঘটনায় ২২ জন আহত হয়েছেন। পুলিশ সুপার বলেন, “যারা গুরুতরভাবে আহত হয়েছেন তাদের পার্শ্ববর্তী সুরগুজা জেলার আম্বিকাপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে, অন্যদের স্থানীয় কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।”
চালক সুখসাগর বৈষ্ণব মদ্যপ অবস্থায় ছিলেন বলে জানা গিয়েছে। পুলিশ আধিকারিক বলেন, “তাকে গ্রেফতার করা হয়েছে এবং ঘাতক গাড়িটিকে আটক করা হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই একটি মামলা দায়ের করা হয়েছে এবং আরও তদন্ত চলছে।”