আরও পড়ুন: অল্পের জন্য প্রাণ রক্ষা! বাইককে ঘষটাতে ঘষটাতে নিয়ে গেল বন্দে ভারত, বিস্তারিত জানুন
শুক্রবার রাতে লখনউয়ের কাকৌরি অঞ্চলের একটি পরিবার তাদের সন্তানের মুণ্ডন সম্পন্ন করে পর্যটক বাসে মথুরা থেকে লখনউ ফিরে আসছিল। বাসটিতে মোট ২১ জন যাত্রী ছিল। ফিরোজাবাদের নাসিরপুর থানা এলাকায় অবস্থিত আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ের ৪৯ মাইল স্টোনের কাছে বাসটি পৌঁছানোর সময় চালক ঘুমিয়ে পড়েন৷ বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ডাম্পারের সঙ্গে ধাক্কা খায়। ফলে বাসের সব যাত্রী গুরুতর আহত হন এবং তিনজন ঘটনাস্থলেই মারা যান।
advertisement
আরও পড়ুন: পাকিস্তান থেকে পালিয়ে আসা সীমা হায়দারকে মনে আছে? মাসে তাঁর আয় শুনলে চমকে উঠবেন!
পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের চিকিৎসার জন্য শিকোহাবাদের জেলা সমন্বিত হাসপাতাল নিয়ে যায়। চিকিৎসার সময় আরও দুইজনের মৃত্যু হয়, ফলে মোট পাঁচজনের প্রাণহানি ঘটে। চারজনের অবস্থা এখনও আশঙ্কাজনক, যাদের ফিরোজাবাদ জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এসপি গ্রামীণ অখিলেশ ভদোরিয়া এবং এডিএমসহ বেশ কিছু কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁচেছেন। সকল আহতদের ১০৮ এম্বুলেন্সে হাসপাতালে পাঠানো হয়েছে৷