৩ ঘণ্টার যানজটে আটকে ছিল পরিবার – সূত্রের খবর অনুযায়ী, সোমবার ন্যাশনাল হাইওয়ে-৫২-তে বিশাল যানজট তৈরি হয়। এই সময় এক দম্পতি তাদের অসুস্থ সন্তানকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু, যানজটের কারণে তারা পথ এগোতে পারেননি। বাবা-মা পুলিশের কাছে অনুরোধ করলেও, ৩ ঘণ্টার বেশি সময় ধরে আটকে থাকার ফলে শিশুটি মাঝপথেই মারা যায়।
advertisement
আরও পড়ুন: নেশার ঘোরে প্রাক্তন প্রেমিকার বাড়িতে চড়াও ‘রাহুল’! গালিগালাজের পর জ্বালিয়ে দিল বাইক, গাড়িও…
সর্দি-জ্বরে ভুগছিল শিশু, সময়মতো চিকিৎসা পেল না – মৃত শিশুর বাবা পাপ্পু লাল জানান, তার ছেলে হরিওম বেশ কিছুদিন ধরে সর্দি-জ্বরে ভুগছিল। প্রথমে তাকে চেচট সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা শিশুটির অবস্থা সংকটজনক দেখে কোটা শহরে রেফার করেন। কিন্তু কোটার উদ্দেশ্যে রওনা দিতেই দারা নালার কাছে যানজটে আটকে পড়েন তারা।
পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ – স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শিশুটির বাবা-মা পুলিশকে বারবার অনুরোধ করলেও তারা কোনো সহায়তা করেনি। দীর্ঘক্ষণ যানজটে আটকে থাকার পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হয়। পরে পরিবারের লোকজন তাকে মাণ্ডানা হাসপাতালে নিয়ে যান, কিন্তু সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের বক্তব্য – এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, “দারা নালার এই এলাকায় যানজট নিয়ন্ত্রণের জন্য পুলিশের দল মোতায়েন করা হয়। যদি কোনও অ্যাম্বুলেন্স বা জরুরি গাড়ি থাকে, তাহলে তাকে অগ্রাধিকার দিয়ে বের করার চেষ্টা করা হয়। তবে, এই ঘটনায় আমরা তদন্ত করছি এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
এই মর্মান্তিক ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। দারা নালায় দীর্ঘদিন ধরেই যানজট সমস্যা রয়েছে, যা দ্রুত সমাধানের দাবি উঠছে।