প্রয়াগরাজে মহাকুম্ভ স্নান শেষে সুরাট ফেরার পথে একদল তীর্থযাত্রী ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েন। শুক্রবার, কানপুর-সাগর হাইওয়েতে একটি ট্রাকের সাথে তাঁদের গাড়ির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয় এবং আরও ২ জন গুরুতর আহত হন। আহতদের মধ্যে একজনের হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়েছে।
advertisement
গাড়িতে ছিলেন সুরাটের বাসিন্দারা। জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে থাকা ব্যক্তিরা সকলেই গুজরাটের সুরাটের বাসিন্দা ছিলেন। ঘটনাটি চিরগাঁও থানা এলাকায় ঘটে। গাড়িতে মোট পাঁচজন যাত্রী ছিলেন, যাঁদের মধ্যে একই পরিবারের চারজন প্রাণ হারিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্রেনের সাহায্যে গাড়ির ভেতর আটকে থাকা ব্যক্তিদের উদ্ধার করে।
কীভাবে ঘটল দুর্ঘটনা? তীর্থযাত্রীরা গাড়ি নম্বর GJ 14 T 9796-এ মহাকুম্ভ থেকে অযোধ্যা মন্দির দর্শন সেরে সুরাট ফিরছিলেন। আজ ভোরবেলা, যখন তাঁদের গাড়ি ঝাঁসি-কানপুর হাইওয়েতে চিরগাঁও থানার কাছে পৌঁছায়, তখন সামনে থাকা একটি ট্রাকের পেছনে গাড়িটি ধাক্কা মারে। সংঘর্ষের পর গাড়িটি ট্রাকে আটকে যায় এবং বেশ খানিকটা পথ গাড়িটিকে ট্রাক টেনে নিয়ে যায়।
আরও পড়ুন: বিয়েতে মর্মান্তিক দুর্ঘটনা! ‘বিদায়’-এর সময় দিদির চোখের সামনে লুটিয়ে পড়ল ভাই, নিমেষে শেষ সব…
মৃত ও আহতদের পরিচয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ক্রেনের সাহায্যে গাড়িটি কেটে আটকে পড়া ব্যক্তিদের বের করে। দুর্ঘটনায় জগদীশ, বিপিন ও কৈলাশ নামের তিনজন ঘটনাস্থলেই প্রাণ হারান। গুরুতর আহত দু’জনকে দ্রুত গোয়ালিয়র হাসপাতালে পাঠানো হয়, কিন্তু পথেই ভাবনার মৃত্যু হয়।
পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।