আরও পড়ুন: টার্গেট পূরণ না করায় এমন শাস্তি! গলায় লাগানো হল বেল্ট, তারপর যা করল ম্যানেজার…দেখুন ভিডিও
ঘটনায় দুই যুবক মারাত্মক আহত হন এবং তাঁদের প্রথমে ঝাঁসির মেডিকেল কলেজ ও পরে গুরুতর অবস্থায় গোয়ালিয়রে রেফার করা হয়। দুর্ঘটনার ধাক্কা এতটাই প্রবল ছিল যে বাইকটি কার্যত ছিটকে পড়ে যায়।
চোখের সামনে ঘটনাটি দেখে উপস্থিত মানুষজন আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যান। এলাকাবাসী দাবি করছেন, গাড়িটির গতি অত্যন্ত বেশি ছিল এবং ধাক্কাটি ইচ্ছাকৃত মনে হয়েছে।
advertisement
আরও পড়ুন: ভয়ঙ্কর ঘটনা! চা করতে গিয়ে লম্বা চুলে আগুন, নিমেষে শেষ ১৩ বছরের তরুণী…
আহতদের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, এটি কোনও সাধারণ দুর্ঘটনা নয়, বরং পূর্বপরিকল্পিত হামলা হতে পারে। তাঁদের বক্তব্য, গাড়ি থেমে সাহায্য করার তো প্রশ্নই নেই, বরং চালক পালিয়ে যায়।
ঝাঁসি পুলিশ ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং গাড়ির নম্বর শনাক্ত করার চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে, অপরাধীকে দ্রুত চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।