TRENDING:

বিহারে ভোটের সময় পিকনিক করছিলেন রাহুল গান্ধি, ক্ষোভ উগরে দিলেন আরজেডি নেতা

Last Updated:

মহাজোটের হয়ে বিহারে ৭০টি আসনে লড়েছিল কংগ্রেস৷ শেষ পর্যন্ত মাত্র ২০টি আসনে জয়ী হয় তারা৷ অন্যদিকে বিহারে একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে আরজেডি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পটনা: ভোটের ফলেই স্পষ্ট, কংগ্রেসের ব্যর্থতাতেই বিহারে একটুর জন্য ক্ষমতা দখল করতে ব্যর্থ হয়েছে মহাজোট৷ আর এটাই কিছুতে মেনে নিতে পারছেন না আরজেডি নেতারা৷ কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে প্রকাশ্যেই মুখ খুলতে শুরু করেছেন তাঁরা৷ এমন কি, ছাড় পাচ্ছেন না রাহুল গান্ধিও৷ কংগ্রেস নেতার বিরুদ্ধে তোপ দেগে আরজেডি নেতা শিবানন্দ তিওয়ারি অভিযোগ করলেন, বিহারে নির্বাচনের সময় প্রিয়াঙ্কা গান্ধির বাড়িতে পিকনিকে ব্যস্ত ছিলেন রাহুল৷
advertisement

মহাজোটের হয়ে বিহারে ৭০টি আসনে লড়েছিল কংগ্রেস৷ শেষ পর্যন্ত মাত্র ২০টি আসনে জয়ী হয় তারা৷ অন্যদিকে বিহারে একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে আরজেডি৷ ভাল ফল করে মহাজোটের শরিক বামেরাও৷ কিন্তু তার পরেও কংগ্রেসের ব্যর্থতাতেই ম্যাজিক ফিগারে পৌঁছতে ব্যর্থ হয় মহাজোট৷

শিবানন্দ তিওয়ারির অভিযোগ, বিহারে ভোট প্রচার পর্বে মাত্র তিনটি জনসভা করেন রাহুল গান্ধি৷ প্রিয়াঙ্কা গান্ধি প্রচারেই আসেননি৷ এমন সব নেতাদের বিহারে জনসভা করতে পাঠায় কংগ্রেস, যাঁদের মুখই ভাল ভাবে চেনেন না বিহারের ভোটাররা৷ তার ফলেই বিহারে কংগ্রেসের এই দুরবস্থা বলে ক্ষোভ উগরে দিয়েছেন ওই আরজেডি নেতা৷

advertisement

শিবানন্দ তিওয়ারি বলেন, 'বিহারে ভোটের প্রচার যখন তুঙ্গে তখন সিমলায় প্রিয়াঙ্কা গান্ধির বাড়িতে পিকনিক করছিলেন রাহুল গান্ধি৷ এ ভাবে একটা দল চলে? এর পর তো অভিযোগ উঠবে বিজেপি-র সুবিধা করতেই এ ভাবে চলছে কংগ্রেস৷'

ওই নেতা কটাক্ষ করে বলেন, শুধু বিহারে নয় অন্যান্য রাজ্যেও কংগ্রেস যতসম্ভব বেশি আসনে লড়ে৷ কিন্তু বেশি সংখ্যক আসনে জিততে পারে না তারা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কংগ্রেস নেতাদের একাংশের অবশ্য দাবি, বিহারে মহাজোটের আসন রফা চূড়ান্ত করতে দেরি হওয়াতেই ভোটে অল্পের জন্য হারতে হয়েছে৷ কংগ্রেস নেতা তারিক আনওয়ার এমনই দাবি করেছেন৷ কিন্তু বিহার সহ বিভিন্ন রাজ্যের উপনির্বাচনে বিশ্রি ব্যর্থতার পর কংগ্রেসের মধ্যেও বিদ্রোহের সুর জোরাল হচ্ছে৷ দল যেভাবে চলছে তাতে চরম হতাশা প্রকাশ করেছেন সিনিয়র নেতা কপিল সিবাল৷ তিনি বলেছেন, মানুষ আর কংগ্রেসকে বিকল্প হিসেবেও ভাবছে না৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
বিহারে ভোটের সময় পিকনিক করছিলেন রাহুল গান্ধি, ক্ষোভ উগরে দিলেন আরজেডি নেতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল