২০১৯ সালে অমেঠি থেকে রাহুল গান্ধিকে হারিয়েছিলেন স্মৃতি ইরানি৷ এ দিন রাইজিং ভারতের মঞ্চ থেকে কটাক্ষ করে তিনি বলেন, ‘কংগ্রেস আগেই অমেঠি থেকে পালিয়েছিল, বছরের পর বছর সেখানে কোনও কাজ করেনি৷ এখন রায়বরেলি থেকেও পালিয়েছে৷’ প্রসঙ্গত, এবার রায়বরেলি থেকে আর ভোটে সম্ভবত লড়বেন না সনিয়া গান্ধি৷
আরও পড়ুন: ‘আমি একবার তাঁকে বলেছিলাম…’, অমিতাভের ‘জঞ্জির’ নিয়ে স্মৃতিচারণ নীতীন গড়করির
advertisement
একই সঙ্গে রাহুল গান্ধির সমালোচনা করে স্মৃতি ইরানি অভিযোগ করেন, ‘জাত, ধর্মের ভিত্তিতে রাহুল গান্ধি মানুষের মধ্যে বিভাজন করেন৷ তিনি দারিদ্রকে গৌরবান্বিত করেন, আত্মনির্ভরতার কথা বলেন৷ যে নিজে রাজ পরিবারে জন্মেছেন তিনি এখন একজন চা বিক্রেতার মধ্যে রাজাকে দেখতে পান৷’
এ দিন চাঁচাছোলা ভাষায় রাহুল গান্ধিকে আক্রমণ করেছেন স্মৃতি ইরানি৷ তিনি অভিযোগ করেন, ‘রাহুল গান্ধি গণতন্ত্রকে অপমান করছেন৷ স্মৃতি ইরানির প্রশ্ন, নির্বাচন কমিশন বার বার রাহুল গান্ধিকে ইভিএম পরীক্ষার জন্য ডেকেছে৷ কিন্তু তিনি যাননি!’
একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করে স্মৃতি বলেন, ‘প্রধানমন্ত্রী মোদির জন্যই আমাদের মধ্যে একটি জাতীয় উচ্চাকাঙ্খা তৈরি হয়েছে৷ ১৩.৫ কোটি ভারতীয় তীব্র দারিদ্র থেকে বেরিয়ে এসেছেন৷’
আজ এবং আগামিকাল নয়াদিল্লিতে সিএনএন-নিউজ ১৮-এর রাইজিং ভারত সামিট অনুষ্ঠিত হচ্ছে৷ রাজনীতি থেকে শুরু করে সমাজের বিভিন্ন ক্ষেত্রের প্রথিতযশা ব্যক্তিত্বরা এই সম্মেলনে উপস্থিত থাকবেন৷