TRENDING:

Rising Bharat Summit: 'ভারতীয় মুসলিমদের ভয় পাওয়ার কিছু নেই', রাইজিং ভারত সামিটে আশ্বাস অমিত শাহের

Last Updated:

Rising Bharat Summit: সংসদের অনুমোদন পাওয়ার চার বছর পরে নরেন্দ্র মোদি সরকার সিএএ-র বিজ্ঞপ্তি দেওয়ার পরে এই বছরের ১১ মার্চ সিএএ কার্যকর হয়েছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: সিএনএন-নিউজ18-এর মার্কি লিডারশিপ কনক্লেভের চতুর্থ সংস্করণ রাইজিং ভারত সামিট ২০২৪ অনুষ্ঠিত হচ্ছে ১৯ এবং ২০ মার্চ। আজ তার দ্বিতীয় দিন। এদিন উদযাপিত হবে ভারতের অসাধারণ রূপান্তরমূলক সফর। আর দ্বিতীয় দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সিএএ নিয়ে রীতিমতো বিরোধীদের আক্রমণ শানালেন। তবে, সকলকেই আশ্বস্ত করে তিনি বলেন, ”ভয় পাওয়ার মতো কিছু নেই। ভোট ব্যাঙ্কের কথা ভেবে বিরোধীরা একটি আইন নিয়ে রাজনীতি করছেন।”
অমিত শাহের আশ্বাস
অমিত শাহের আশ্বাস
advertisement

সংসদের অনুমোদন পাওয়ার চার বছর পরে নরেন্দ্র মোদি সরকার সিএএ-র বিজ্ঞপ্তি দেওয়ার পরে এই বছরের ১১ মার্চ সিএএ কার্যকর হয়েছিল। CAA পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে আসা নথিবিহীন অমুসলিম অভিবাসীদের নাগরিকত্ব দিতে চায়, যারা ৩১ ডিসেম্বর, ২০১৪-এর আগে ভারতে এসেছিলেন। অমিত শাহের কথায়, ইচ্ছাকৃত ভাবে সিএএ নিয়ে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে।

advertisement

আরও পড়ুন: মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপের বাড়িতে সাতসকালে আয়কর হানা! কী অভিযোগ?

অমিত শাহের কথায়, ”সিএএ কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার বিষয় নয়। আমি স্পষ্ট ভাবেই বলছি, ভারতের মুসলিমদের ভয় পাওয়ার মতো কিছু নেই।”

আরও পড়ুন: ‘অমেঠি থেকে পালিয়েছেন, তিনি দেশের ভবিতব্য ঠিক করবেন?’ রাইজিং ভারত সামিটে বললেন স্মৃতি

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অরবিন্দ কেজরিওয়ালের অভিযোগের প্রেক্ষিতে অমিত শাহ বলেন, ”আপনি যদি কর্মসংস্থান নিয়ে চিন্তিত হন, তাহলে আপনারা রোহিঙ্গা ও অবৈধ অনুপ্রবেশকারী নিয়ে কথা বলছেন না কেন! সেই মানুষগুলো ইতিমধ্যে ভারতে রয়েছেন। তাহলে ভারতের কর্মসংস্থান ও জোগান নিয়ে কেন আপনারা কথা বলছেন না! কিন্তু ভারতীয় সংখ্যালঘুদের ভুল বোঝানো বন্ধ করুন।”

বাংলা খবর/ খবর/দেশ/
Rising Bharat Summit: 'ভারতীয় মুসলিমদের ভয় পাওয়ার কিছু নেই', রাইজিং ভারত সামিটে আশ্বাস অমিত শাহের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল