TRENDING:

Rising Bharat Summit 2024: 'আমি এই একটি জিনিস বন্ধ করে দিয়েছি', রাইজিং ভারত সামিটে বিরোধীদের নিশানা নরেন্দ্র মোদির

Last Updated:

Rising Bharat Summit 2024: নরেন্দ্র মোদি বলেন, ''এই সরকার সরকারি খাতের সব তছরুপ বন্ধ করে দিয়েছে। এই ভারত নতুন ভারত, গরিব মানুষের ভারত।''

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: সিএনএন-নিউজ18-এর মার্কি লিডারশিপ কনক্লেভের চতুর্থ সংস্করণ রাইজিং ভারত সামিট ২০২৪ অনুষ্ঠিত হচ্ছে ১৯ এবং ২০ মার্চ। আজ তার দ্বিতীয় তথা শেষ দিন। এদিন উদযাপিত হচ্ছে ভারতের অসাধারণ রূপান্তরমূলক সফর। আর দ্বিতীয় দিনে সকলের নজর ছিল নরেন্দ্র মোদির দিকে। প্রধানমন্ত্রী ভাষণ শুরুর পর থেকেই তিনি উদ্দীপিত ভঙ্গিতে ভারতের বদলে যাওয়া চিত্রের কথা তুলে ধরেন। তিনি বলেন, ”এই সরকার সরকারি খাতের সব তছরুপ বন্ধ করে দিয়েছে। এই ভারত নতুন ভারত, গরিব মানুষের ভারত।”
নিউজ ১৮-এর রাইজিং ভারত অনুষ্ঠানে নরেন্দ্র মোদির
নিউজ ১৮-এর রাইজিং ভারত অনুষ্ঠানে নরেন্দ্র মোদির
advertisement

মোদির কথায়, ”শেষ ১০ বছরে ভারতের ২৫ কোটি মানুষ দারিদ্র থেকে বেরিয়ে এসেছেন। এত সহজে এটা হয়নি। আমরা পঞ্চম শক্তিশালী অর্থনীতির দেশ। এই কাজও সহজ ছিল না। আমাদের একটাই লক্ষ্য – দেশই প্রথম।”

আরও পড়ুন: ‘নতুন ভারত সন্ত্রাসের ক্ষতকে সহ্য করে না’, রাইজিং ভারতে বললেন প্রধানমন্ত্রী মোদি

তাঁর সংযোজন, ”আমরা সরকারের পদ্ধতিগত পরিবর্তন এনেছিলাম। আর এটা সম্ভব হয়েছে, শুধুমাত্র দেশের জনগণের জন্য। দশ কোটি নকল সুবিধাভোগীকে বাদ দেওয়া হয়েছে। সেখানে সেই সুযোগ সুবিধা পাচ্ছেন গরিব মানুষ। সেই গরিব মানুষই আমাকে আশীর্বাদ করছে। বিরোধীদের সেই গরিব মানুষকেও খারাপ কথা বলেছে। সেই কারণেই দেশ সিদ্ধান্ত নিয়েছে, আরও একবার-মোদি সরকার।”

advertisement

আরও পড়ুন: ‘ভারতীয় মুসলিমদের ভয় পাওয়ার কিছু নেই’, রাইজিং ভারত সামিটে আশ্বাস অমিত শাহের

নিউজ ১৮-এর রাইজিং ভারত অনুষ্ঠানে এসে দেশকে আতঙ্কবাদ থেকে রক্ষা করার বিষয়টিও তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এ দিন, অনুষ্ঠানের শেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী৷ সেখানেই তিনি তাঁর বক্তব্যের শুরুতেই বালাকোটের প্রসঙ্গ তোলেন৷ উল্লেখ্য, এর পাঁচ বছর আগে মোদি যখন এসেছিলেন এই অনুষ্ঠানে, সেদিনই বালাকোটে সার্জিকাল স্ট্রাইক ঘটিয়েছিল ভারতীয় সেনা৷ সেই কথা উল্লেখ করেন মোদি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তিনি প্রথমেই জঙ্গিগোষ্ঠীর কার্যকলাপ নিয়েও একাধিক প্রসঙ্গ তোলেন তিনি৷ বলেন, ‘আমি এই অনুষ্ঠানে আসার পরে আমি ভাবছিলাম, এই এয়ারস্ট্রাইকের কথা৷’ তিনি তার পর বলেন, ‘এই নতুন ভারত কখনই সন্ত্রাসবাদকে কোনও স্থান দেয় না৷ বরং এটি জঙ্গিদের ধ্বংস অনেক বড় ক্ষতি করেছে৷ যাঁরা আমাদের দেশকে আতঙ্কে রাখত, সন্ত্রাসের সামনে রাখত, তাঁরা এখন কোথাওই নেই৷ এই নতুন ভারত সন্ত্রাসের জখমকে কখনই সহ্য করে না, সন্ত্রাসের ক্ষত যাঁরা উপহার দেয়, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়৷’

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Rising Bharat Summit 2024: 'আমি এই একটি জিনিস বন্ধ করে দিয়েছি', রাইজিং ভারত সামিটে বিরোধীদের নিশানা নরেন্দ্র মোদির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল