বছরের পর বছর ধরে গ্লোবাল রিচ এবং প্রভাবের সাহায্যে শক্তিশালী ক্ষমতায় রূপান্তরিত হয়েছে ভারত। প্রযুক্তিগত উদ্ভাবন থেকে শুরু করে অর্থনেতিক নমনীয়তা ভারতের অবদান আন্তর্জাতিক সম্প্রদায়ের উপর একটি অমোঘ চিহ্ন রেখে গিয়েছে। আর এই রূপান্তরের পুরোভাগে দাঁড়িয়ে নেতৃত্ব দিচ্ছেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাইজিং ভারত সামিটে তিনি মূল বক্তব্য রাখতে চলেছেন। এর জন্যই চলছে অপেক্ষা, আজ দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী কী বলতে পারেন, তা জানতে সকলেই উৎসুক।
advertisement
দুই দিন ব্যাপী অনুষ্ঠিত এই রাইজিং ভারত সামিট ২০২৪-এ বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং আই অ্যান্ড বি মন্ত্রী অনুরাগ ঠাকুরকেও দেখা যাবে। জি২০ শেরপা অমিতাভ কান্তের উপস্থিতি এবং বক্তব্যের জন্যও চলছে জোর প্রতীক্ষা। ইনক্রেডিবল ইন্ডিয়া, ডেস্টিনেশন ভারত প্রসঙ্গে নিজের বক্তব্য রাখবেন অমিতাভ কান্ত, অনুষ্ঠানটিতে দেখা যাবে কবি এবং গীতিকার প্রসূন জোশীকেও।
এর পরেই গানিং ফর গোল্ড: নো হার্ডল টু হাই শীর্ষক অনুষ্ঠানে নিজের বক্তব্য রাখবেন অনুরাগ ঠাকুর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও রাইজিং ভারত সামিট ২০২৪-এর দ্বিতীয় দিনে অংশ নেবেন এবং নয়া ভারত উভরতা ভার প্রসঙ্গে নিজের মতামত ব্যক্ত করবেন। রাইজিং ভারত: লিভিং ফর গ্লোবাল গুড শীর্ষক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য দিয়ে শেষ হবে এই অনুষ্ঠান।
রাইজিং ভারত সামিট ২০২৪-এর প্রথম দিনে দর্শকরা পেয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করির অভূতপূর্ব সান্নিধ্য। ছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, স্মৃতি ইরানির বক্তব্যও মন ছুঁয়ে গিয়েছে সকলের। ছিলেন অযোধ্যার সুবিশাল সুরম্য রাম মন্দিরের স্থপতি আশিস সোমপুরা এবং রামলালার নয়নমনোহর গহনা প্রস্তুতকারক জ্যোতিন্দ্র মিশ্রও, আধ্যাত্মিকতার সূত্রে তাঁদের মতামতও সকলকে মুগ্ধ করেছে।