আইনজীবী বদলের এই খবর স্বীকার করে নিয়েছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য৷ তিনি বলেন, আইনজীবী হিসেবে আমার যা করণীয়, আমি করেছি৷ বাকিটা ওনাদের সিদ্ধান্ত৷ আর এই মামলায় সুপ্রিম কোর্টে নির্যাতিতার হয়ে খুব বেশি কিছু করারও নেই৷ কারণ সিবিআই তদন্ত নিয়ে সুপ্রিম কোর্ট এখনও কোনও প্রশ্নই তোলেনি৷ বিকাশরঞ্জন আরও জানিয়েছেন, নির্যাতিতার পরিবার দিল্লির আইনজীবী চেয়েছিলেন৷ সেই কারণেই তাঁরা অন্য আইনজীবী নিয়োগ করেছেন৷
advertisement
আরও পড়ুন: বেঙ্গালুরুর যুবতীর দেহ ৫০ টুকরো করা খুনি লুকিয়ে বাংলায়? তদন্তে চাঞ্চল্যকর মোড়
আরজি কর কাণ্ডে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে একাধিক শুনানি হয়েছে৷ প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে চলছে মামলার শুনানি৷ আগামী ৩০ সেপ্টেম্বর ফের শীর্ষ আদালতে শুনানির জন্য উঠবে এই মামলা৷
এর আগের দিন সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন নির্যাতিতার বাবা-মায়ের দেওয়া সব তথ্য খতিয়ে দেখার জন্য সিবিআই-কে নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি৷ পাশাপাশি, চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতেও একাধিক নির্দেশ দিয়েছিল প্রধান বিচারপতির বেঞ্চ৷ এই মামলায় রাজ্যের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করছেন আইনজীবী কপিল সিব্বল৷