পাশাপাশি আরও প্রশ্ন তোলা হয়, “২৭ মিনিটের ফুটেজ দেওয়া হয়েছে, পুরো ভিডিও ফুটেজ দেওয়া হোক”। দেশের প্রধান বিচারপতি জানতে চান, কেন ২৭ মিনিটের ফুটেজ সিবিআইকে দেওয়া হবে? যেখানে সাত থেকে ৮ ঘণ্টার ফুটেজ থাকার কথা।
আরও পড়ুন: আরজি কর মামলায় তদন্তের গতিপ্রকৃতি কবে জানা যাবে? বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
advertisement
তবে তদন্ত নিয়ে সিবিআইয়ের আইনজীবী ফিরোজ এদুলজি সওয়াল করেন, ডিএনএ টেস্ট আধুনিক প্রযুক্তি ব্যববহার করে করা হোক, টাওয়ার ডাম্পিং টেকনোলজি ব্যবহার হোক। ম্যাজিস্ট্রেট কবে সিএফএসএলে নমুনা পাঠায়, তারিখ গুরুত্বপূর্ণ, শনিবার ও রবিবার ছুটি ছিলো, সময় তারিখ গুরুত্বপূর্ণ। পাশাপাশি তিনি বলেন, “সেমিনার হলে ঢোকার বিকল্প রাস্তা আছে, স্কেচ ম্যাপ কোথায়”।
আরও পড়ুন: আন্ডারপাসের জমা জলে বিলাসবহুল গাড়ি আটকে মৃত্যু হল ব্যাঙ্ক ম্যানেজারের
তবে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল বলেন, “৭-৮ ঘণ্টার ফুটেজ দেওয়া হয়েছে, সবার সামনেই সেটা দেওয়া হয়েছে। ১৪ অগাস্ট ৩২ জিবি পেনড্রাইভে ফুটেজ দেওয়া হয়েছে”। সেই সঙ্গে রাজ্য আরও জানায়, আশপাশের অনেক সিসিটিভি ফুটিজি দেওয়া হয়েছে।
সিজেআই জানতে চান এই ঘটনা নিয়ে আর কোনও ফুটেজ আছে কি না, “আপনারা বলছেন আর কোনও ফুটেজ আপনাদের কাছে নেই?” শুনে সিব্বল আদালতে জানান, ৪টি হার্ড ড্রাইভে সব ফুটেজ তুলে দেওয়া হয়েছে সিবিআইয়ের হাতে।