TRENDING:

কাশ্মীরে AFSPA প্রত্যাহার মানে জওয়ানদের মৃত্যুমুখে ঠেলে দেওয়া, কংগ্রেসকে নিশানা মোদির

Last Updated:

মোদির কথায়, 'প্রথমে আমরা অরুণাচলপ্রদেশের কিছু জেলায় আফস্পা তুলেছি৷ পরে আরও কিছু রাজ্যে আফস্পা তুলেছি৷ ১৯৮০ সালের পর থেকে আমরাই প্রথম কোনও সরকার, যারা এই পদক্ষেপ করল৷ কিন্তু আমাদের আই-শৃঙ্খলা তো বজায় রাখতে হবে৷'

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: জম্মু-কাশ্মীর থেকে আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার (AFSPA) প্রত্যাহারের প্রতিশ্রুতি নির্বাচনী ইশতাহারে দিয়েছে কংগ্রেস৷ এই প্রসঙ্গে রাহুল গান্ধির দলকে নিশানা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানালেন, AFSPA প্রত্যাহার করা মানে জওয়ানদের বিপদের মুখে ঠেলে দেওয়া৷
advertisement

advertisement

News18 Network Group-এর এডিটর ইন চিফ রাহুল যোশীকে দেওয়া এক্সক্ল‌ুসিভ সাক্ষাত্‍‌কারে প্রধানমন্ত্রী মোদির কথায়, AFSPA জম্মু-কাশ্মীরের জন্য অত্যন্ত জরুরি৷ আফস্পা আইন আমাদের সশস্ত্র বাহিনীকে রক্ষা করে৷ তাঁর কথায়, 'সশস্ত্র বাহিনীকে রক্ষা করার ক্ষমতা সরকারের থাকাই দরকার৷ তা হলেই জওয়ানরা লড়াইয়ের উত্‍‌সাহ পাবেন৷ আফস্পা তুলে দেওয়া মানে আমাদের জওয়ানদের মৃত্যুমুখে ঠেলে দেওয়া৷ আমি থাকতে, তা হতে দেব না৷' তিনি জানান, জম্মু-কাশ্মীরের মতো অশান্তিপ্রবণ এলাকায় আফস্পা আইন জরুরি৷ আগে সরকারকে এমন একটি পরিবেশ তৈরি করতে হবে, যাতে আফস্পার প্রয়োজন না-হয়৷ তারপর প্রত্যাহারের কথা ভাবা যাবে৷ যে ভাবে গত মাসের শুরুতে অরুণাচলপ্রদেশে আংশিক ভাবে আফস্পা প্রত্যাহার করেছে সরকার৷

advertisement

মোদির কথায়, 'প্রথমে আমরা অরুণাচলপ্রদেশের কিছু জেলায় আফস্পা তুলেছি৷ পরে আরও কিছু রাজ্যে আফস্পা তুলেছি৷ ১৯৮০ সালের পর থেকে আমরাই প্রথম কোনও সরকার, যারা এই পদক্ষেপ করল৷ কিন্তু আমাদের আই-শৃঙ্খলা তো বজায় রাখতে হবে৷'

কংগ্রেসকে একহাত নিয়ে মোদি আরও বলেন, 'জওয়ানদের নিয়ে কংগ্রেসের মত পাকিস্তানের মতো৷ কোনও দেশপ্রেমী এটা সহ্য করবে না৷ ওদের ইশতাহারে জম্মু-কাশ্মীরে আফস্পা তুলে দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে৷ এর মানে, একজন জওয়ানদের হাত থেকে অস্ত্র কেড়ে নেওয়ার সামিল৷'

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
কাশ্মীরে AFSPA প্রত্যাহার মানে জওয়ানদের মৃত্যুমুখে ঠেলে দেওয়া, কংগ্রেসকে নিশানা মোদির