TRENDING:

‘প্রেজেন্ট প্লিজ’ নয়, রোল কল করলে এবার বলতে হবে ‘জয় হিন্দ’

Last Updated:

‘ইয়েস ম্যাডাম’ কিংবা ‘প্রেজেন্ট প্লিস’ নয় ৷ রোল কলের সাড়া দিতে গেলে এবার বলতে হবে ‘জয় হিন্দ’ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ভোপাল: ‘ইয়েস ম্যাডাম’ কিংবা ‘প্রেজেন্ট প্লিজ’ নয় ৷ রোল কলের সাড়া দিতে গেলে এবার বলতে হবে ‘জয় হিন্দ’ ৷ মধ্যপ্রদেশের স্কুলগুলিতে এই নয়া নিয়মই জারি করল এবার রাজ্য সরকার ৷ আগামী শিক্ষাবর্ষ থেকেই মধ্যপ্রদেশের স্কুলগুলিতে এই নয়া নির্দেশিকা জারি করা হয়েছে ৷
advertisement

এই প্রসঙ্গে রাজ্যপাল আনন্দিবেন প্যাটেলের দাবি, এতদিন অবধি ক্লাসে সঠিক কোনও নিয়ম ছিল না রোল কলের ৷ সেই কারণেই ছাত্র ছাত্রীদের একটি নির্দিষ্ট অনুশাসনের মধ্যে নিয়ে আসতে এই নয়া নিয়ম জারি করেছে রাজ্য সরকার ৷ এতে শুধু অনুশাসনই নয় ৷ ছাত্র ছাত্রীদের মধ্যে দেশাত্মবোধ জাগিয়ে তুলতেও এই নয়া নিয়ম জারি করল রাজ্য সরকার ৷

advertisement

গত সেপ্টেম্বরেই রাজ্যের শিক্ষামন্ত্রী বিজয় শাহ এই নয়া নিয়ম জারি করার কথা বলেছিলেন ৷ এমনকী, পরীক্ষামূলকভাবে এই নয়া নিয়ম সাতনা জেলার একটি স্কুলেও শুরু করা হয় ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রসঙ্গত, শুধু ‘জয় হিন্দ’-ই নয় ৷ মধ্যপ্রদেশের স্কুল গুলিতে প্রতিদিন জাতীয় পতাকা উত্তোলন এবং প্রার্থনার সময় জাতীয় সঙ্গীত গাওয়ারও নিয়ম জারি করার প্রস্তাব দিয়েছিলেন রাজ্যপাল ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
‘প্রেজেন্ট প্লিজ’ নয়, রোল কল করলে এবার বলতে হবে ‘জয় হিন্দ’