এই খাবারগুলি তৈরি করা হয়েছে একেবারে চিকিৎসকদের নজরদারিতে৷ সেখানে ব্যবহার করা হয়েছে কম মশলা ও কম তেল৷ মোট ১৫০টি খাবারের প্যাকেট সুড়ঙ্গের ভিতর পাঠানো হয়েছে৷ এর আগে ওই পাইপ বরাবর পাঠানো হয়েছিল বিভিন্ন ফল, প্রোটিনজাত দ্রব্য৷ এ ছাড়াও দেখা গিয়েছে ওই পাইপলাইন মারফত ক্যামেরা পাঠিয়ে ছবি তোলা হয়েছে আটকে থাকা শ্রমিকদের৷ তাঁরা কথা বলছেন, হেঁটে চলে বেড়াচ্ছেন, দেখা গিয়েছে সেই ভিডিওতে৷
advertisement
আরও পড়ুন – রেশন দুর্নীতি তদন্তে চাঞ্চল্যকর মোড়? ইডির জালে এবার ‘যাঁরা’…! জেলায় জেলায় জাল
আরও পড়ুন – বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের জলাশয় থেকে উদ্ধার তরুণীর পচাগলা দেহ, হঠাৎ চাঞ্চল্য
কেন্দ্রীয় সড়ক ও পরিবরণ মন্ত্রকের সচিব অনুরাগ জৈন মঙ্গলবার জানিয়েছেন, এই আটকে থাকা শ্রমিকদের উদ্ধারকাজ সম্পূর্ণ করতে দু’দিন থেকে ১৫দিন সময় লাগবে৷ একাধিক ধরনের ড্রিল মেশিন ব্যবহার করা হয়েছে৷ সূত্রের তরফ থেকে বলা হয়েছে, আগামী ৩৬ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ উদ্ধারকাজের ক্ষেত্রে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে৷
মঙ্গলবারই, উত্তরকাশীর টানেলে আটকে পড়া শ্রমিকদের প্রথম ভিডিও পোস্ট করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী৷ তিনি সেই ভিডিও পোস্ট করে লিখলেন, ‘সিলকিয়ারা টানেলে আটকে পড়া শ্রমিকদের লাইভ ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন৷ টানেলের মধ্যে সমস্ত শ্রমিকরা নিরাপদে আছেন৷’ উল্লেখ্য, আটকে পড়া শ্রমিকরা কেমন আছেন, তা নিয়ে উদ্বেগে রয়েছে গোটা দেশ৷ এই দলে রয়েছেন বাংলার শ্রমিকও৷ সব মিলিয়ে এই ভিডিও কিছুটা স্বস্তি দিতে পারে সবাইকে৷

