TRENDING:

আমেরিকার ভোটে জিততে মোদির ওপর ভরসা ট্রাম্পের! বন্ধুত্বের বার্তা দিয়ে ভিডিও পোস্ট...

Last Updated:

ফোর মোর ইয়ার্স শীর্ষক একটি ভিডিও পোস্ট করেছেন ট্রাম্প যার শুরুতেই রয়েছে তাঁর সঙ্গে মোদির হাত হাত ধরে হেঁটে যাওয়ার ফুটেজ৷ মোদির আমেরিকা সফরের সময় হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে দুই দেশপ্রধানের সাক্ষাতের সময়ের ফুটেজ ব্যবহার করা হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ওয়াশিংটন: মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভারতীয়দের সমর্থন পেতে এবার ভোটে মোদি তাস খেলছেন ট্রাম্প৷ এই মুহূর্তে মার্কিন মুলুকে প্রভাবশালী ভারতীয়দের (Indian-American) সংখ্যা ২০ লক্ষ৷ যা ভোটদানের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ৷ এদের সকলের সমর্থন পেতে মোদি সঙ্গে ট্রাম্পের বন্ধুত্বের গান গাইছে ট্রাম্পের রিপাবলিকান পার্টি (Republican Party)৷ এই মর্মে একটি ভিডিও প্রকাশ করেছে দল যেখানে গুরুত্ব দেওয়া হয়েছে মোদি-ট্রাম্প সখ্যতার ওপর৷
advertisement

ফোর মোর ইয়ার্স (Four More Years) শীর্ষক একটি ১০৭ সেকেন্ডে ভিডিও পোস্ট করেছেন ট্রাম্প যার শুরুতেই রয়েছে তাঁর সঙ্গে মোদির হাত হাত ধরে হেঁটে যাওয়ার ফুটেজ৷ মোদির আমেরিকা সফরের সময় হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে দুই দেশপ্রধানের সাক্ষাতের সময়ের ফুটেজ ব্যবহার করা হয়েছে৷

অন্যদিকে মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্পের ভারত সফরে আহমেদাবাদে বিশাল সংখ্যক জনতার সামনে নিজের বক্তব্য রাখেন ট্রাম্প৷ তাঁর সেই সফরে সঙ্গে এসেছিলেন স্ত্রী মেলানিয়া এবং মেয়ে ইভাঙ্কা এবং জামাই জেরর্ড৷

advertisement

আরও পড়ুনওবামা ভাল কাজ করেননি, তাই তো আমাকে প্রেসিডেন্ট হতেই হয়! ট্রাম্পের বক্তব্যে শোরগোল

ভারত-মার্কিন সম্পর্ক খুবই ভাল৷ এবং তিনি ইন্দো-আমেরিকানদের যথেষ্ঠ সমর্থন মেলে রিপাবলিকদের, ভিডিওয়ে এমনই জানানো হয়েছে৷ এই ভিডিওটি ট্যুইট করেও এই বক্তব্য রেখেছেন কিমবার্লি গুইলফয়েল, ট্রাম্প ভিক্ট্রি ফিন্যান্স কমিটির সদস্য৷

প্রেডিসেন্ট ট্রাম্প যিনি দ্বিতীয়বারের জন্য মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের লড়াইয়ে রয়েছেন, তাঁকে সমর্থন করছেন ইন্দো-মার্কিনরা৷ এই ভিডিওটি পোস্ট করার পরপরই ট্যুইটারে ৬৬ হাজার ভিউ পেয়েছে৷

advertisement

গত বছর আমেরিকায় মোদির সফরের সময় সেখানে হাজির হয়েছিলেন প্রায় ৫০হাজার ভারতীয়৷ সেখানে মোদি জানান যে ট্রাম্পের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ রয়েছে এবং তাদের মধ্যে বন্ধুত্বও রয়েছে৷

ইন্দো-আমেরিকানদের কাছে মোদি খুবই জনপ্রিয়৷ ২০১৫-এ ম্যাডিসন স্কোয়্যার গার্ডেন এবং পরবর্তীতে সিলিকন ভ্যালিতে তাঁর সভায় প্রচুর মানুষ এসেছিলেন৷ এছাড়া মোদির সমর্থনে হয়েছিল হাওডি মোদি ক্যাম্পেন৷

advertisement

ট্রাম্পের নির্বাচনী প্রচারে যে ভিডিওটি প্রকাশিত হয়েছে তাতে এই সব সফরের ফুটেজ ব্যবহার করা হয়েছে মোদি-ট্রাম্পের সম্পর্ক বোঝাতে৷ ভিডিওতে দেখা গিয়েছে যে মোদি বলছেন, ট্রাম্পকে আমার পরিবারের সঙ্গে পরিচয় করাচ্ছি৷ ভারতে ট্রাম্পের সফরে এভাবেই বিপুল জনতার সামনে ট্রাম্পের ভূমিকা ঘোষণা করেন মোদি!

আরও পড়ুন কোন বয়সের বাচ্চাদের জন্য মাস্ক জরুরি, নতুন গাইডলাইন বিশ্ব স্বাস্থ্য সংস্থার

advertisement

মোটের ওপর মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে ইন্দো-আমেরিকানদের সমর্থন পেয়ে থাকে ডেমক্রেটরা৷ তবে ধীরেধীরে তাতে বদল ঘটেছে৷ অনেত ভারতীয় বংশদ্ভূতই এখন ট্রাম্পের দল রিপাবলিকের পক্ষ ভোট দেন৷ মোদির সঙ্গে ট্রাম্পের বন্ধুত্বের বার্তা দিয়ে সেই ভোট কাউন্ট আরও বাড়াতে চাইছে রিপাবলিকান দল৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অন্যদিকে ডেমোক্রেটদের পক্ষ থেকে এবার নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিবেসে রয়েছেন ভারতীয় বংশদ্ভূতই কমলা হ্যারিস৷ স্বাভাবিক ভাবে মোদির ওপর ভর করে ইন্দো-আমেরিকানদের এবারের নির্বাচনে তরী পার করতে চাইছেন ট্রাম্প ও তাঁর রিপাবলিকান পার্টি৷

বাংলা খবর/ খবর/দেশ/
আমেরিকার ভোটে জিততে মোদির ওপর ভরসা ট্রাম্পের! বন্ধুত্বের বার্তা দিয়ে ভিডিও পোস্ট...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল