TRENDING:

ফ্যাশন দুনিয়ায় ‘আইকন’ মোদি, প্রজাতন্ত্র দিবসে বান্ধেজের পাগড়িতে প্রধানমন্ত্রী

Last Updated:

৭১তম প্রজাতন্ত্র দিবসে মোদির মাথায় বান্দেজের কাজ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: পোষাক তাঁর বড়ই প্রিয়। ক্ষমতায় আসার আগেই চমক দিয়েছিলেন কোটে। এবার কী পাগড়ি? তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রজাতন্ত্র দিবসে মোদির মাথায় বান্দেজের কাজ।
advertisement

পরিপাঠি করে কাটা দাড়ি। সাদা চোস্তা-কুর্তার উপর হাফ স্লিভস কোট। মাথায় পাগড়ি। রবিবার সকালে প্রজাতন্ত্র দিবসের দিনে প্রধানমমন্ত্রী নরেন্দ্র মোদি।

দেশের ফ্যাশন গুরুদের মতে, দেশের অন্যতম ফ্যাশন আইকন নরেন্দ্র মোদি। স্টাইলিস মোদি সবসময় চান পোষাকে হারানো ঐতিহ্যকে ফিরিতে আনতে। তাই, একদা জওহর কোট, আজ পরিচিতি মোদি কোটে। শুধু নাম নয়, দুনিয়াও জয় করেছে।

advertisement

২০১৪ থেকে নতুন দশক। বান্ধেজেই আস্থা প্রধানমন্ত্রীর। কী এই বান্ধেজ?

বান্ধেজ হল রঙিন কাপড়। যা গিঁট বেঁধে ও রং করে তৈরি করা হয়। মূলত রাজস্থান ও গুজরাতে এই পাগড়ির চল আছে।

২০১৪ সালে লালকেল্লায় প্রথম ভাষণ। মোদির মাথায় লাল বান্ধেজ। নীচের অংশ ছিল সবুজ। ২০১৫ সালে, এবার হলুদ পাগড়ি। যার মধ্যে লাল ও গাঢ় সবুজ সহ নানা রঙের ‘শেড'। ২০১৬ সালে গোলাপি ও হলুদ রঙের পাগড়ি প্রধানমন্ত্রীর। ২০১৭ সালে লাল ও হলুদ মিশ্রিত সোনালি রেখা চিহ্নিত পাগড়ি পরেছিলেন প্রধানমন্ত্রী। ২০১৮ সালে পরেছিলেন গেরুয়া পাগড়ি। ২০১৯ সালে প্রজাতন্ত্র দিবসে হলদেটে কমলা পাগড়ি পরেছিলেন তিনি, যার নীচের দিকটা ছিল লাল রঙের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কোটের পর কী এবার পাগড়ি ? ফ্যাশন গুরুদের দাবি, হয়তো খুব দূরে নয় সেইদিন। কারণ, পোষাকে বরাবর ঐতিহ্যকেই ফেরাতে চান স্টাইলিস নরেন্দ্র মোদি।

বাংলা খবর/ খবর/দেশ/
ফ্যাশন দুনিয়ায় ‘আইকন’ মোদি, প্রজাতন্ত্র দিবসে বান্ধেজের পাগড়িতে প্রধানমন্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল