নোট বাতিলের পর টাকা তোলার ক্ষেত্রে যে যে বিধিনিষেধ লাগু করা হয়েছিল তা প্রায় তুলে নেওয়া হয়েছে ৷ কেবল সেভিংস অ্যাকাউন্ট থেকে সপ্তাহে ২৪,০০০ টাকা তোলার উধ্বর্সীমা বহাল রেখেছে কেন্দ্র ৷ তবে খুব শীঘ্রই এই নিয়ন্ত্রণও প্রত্যাহার করা হবে বলে আশ্বাস দিয়েছেন শক্তিকান্ত দাস ৷
তিনি আরও জানান, খুব কম সংখ্যাক মানুষ মাসে ১ লক্ষ টাকা তুলে থাকেন ৷ সেই ভাবে দেখতে গেলে কার্যত এখন সাধারণ মানুষের জন্য কোনও নিষেধাজ্ঞা নেই ৷ রি-মনিটাইজেশনের প্রক্রিয়া প্রায় সম্পূর্ণ ৷
advertisement
মাত্র নোট বাতিলের ঘোষণার পর থেকে এই পুরো প্রক্রিয়া সম্পূর্ণ করতে সফল হয়েছে সরকার ৷ এর কয়েক দিন আগেই এটিএম থেকে টাকা তোলার ঊর্ধ্বসীমা আরও বাড়িয়েছে RBI ৷ ১০ হাজার টাকার বদলে এবার এটিএম থেকেই তোলা যাবে ২৪ হাজার টাকা ৷ এবার একাধিকবার টাকা তোলার ক্ষেত্রেও কোনও বাধা রইল না ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 03, 2017 5:04 PM IST