তবে, এটা প্রথমবার নয়। প্রতি বছরই নিয়ম করে বদ্রীনারায়ণের দর্শন করে যান শিল্পপতি। এ বছরও তার অন্যথা হয়নি। অন্য বারের মতো এবারেও তিনি অংশগ্রহণ করেছেন বদ্রীবিশালের বিশেষ পুজোয়।
advertisement
জেড ক্যাটাগরির নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে মন্দিরের গিয়ে পৌঁছেছেন তিনি। তাঁকে সেখানে মালা দিয়ে স্বাগত জানিয়েছেন বদ্রীনাথ কেদারনাথ মন্দির কমিটির চেয়ারম্যান, ভাইস প্রেসিডেন্ট এবং বিকেটিসির প্রাক্তন সিইও বি ডি সিং।
আরও পড়ুন- আজ-কালের মধ্যেই বর্ষা বিদায় শুরু হবে বঙ্গে, মহালয়ার দিন কেমন থাকবে আবহাওয়া, জেনে নিন
গত বছরেও কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানির বাগদত্তা রাধিকা মার্চেন্টকে সঙ্গে নিয়ে কেদারনাথ এবং বদ্রীনাথ ধামে পুজো দিয়ে এসেছিলেন আম্বানি। দেশের পুণ্যতীর্থ ভ্রমণের জন্য প্রসিদ্ধ এই পরিবার, গত মাসেই স্ত্রী নীতা আম্বানি এবং অন্য পারিবারিক সদস্যদের সঙ্গে মুকেশ পুজো দিয়ে আসেন মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে। তার কিছু পরেই বাসভবন অ্যান্টিলিয়া সেজে ওঠে গণেশ উৎসব উপলক্ষ্যে। সেপ্টেম্বরে আবার ঘুরে এসেছেন রাজস্থানের নাথদ্বারের শ্রীনাথজি মন্দির থেকে।
তবে, শুধুই ঈশ্বরের ধ্যান নয়, দানকার্যেও এই পরিবারের মহত্ব সমতুল্য। সংবাদসংস্থা পিটিআই-এর এক প্রতিবেদন অনুসারে কেরলের গুরুভায়ুর মন্দিরে কৃষ্ণবন্দনার পরে অন্নদানম ফান্ডে ১.৫১ কোটি টাকা দান করেন রিলায়েন্স কর্তা। সমপরিমাণ অর্থ দান করেন অন্ধ্রপ্রদেশের তিরুপতি বালাজি মন্দির দর্শনকালেও।