আরও পড়ুন: বাংলাদেশ যদি ভারতে না আসে তা হলে বিশ্বকাপে সুযোগ পেতে পারে ইউরোপের দেশ! কী বলছে তারা?
মাদ্রাজ হাই কোর্টের মাদুরাই বেঞ্চ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস সংক্রান্ত এক ব্যক্তির আগাম জামিনের মামলায় এই মন্তব্য করেছে। যেখানে একজন পুরুষের আগাম জামিনের আবেদন শোনা হচ্ছিল। ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ, তিনি এক মহিলার সঙ্গে বারবার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন সম্পর্কে লিপ্ত হন, পরে সেই প্রতিশ্রুতি থেকে সরে আসেন। আদালত অভিযুক্তের জামিনের আবেদন নাকচ করে দেয় এবং এই ধরনের সম্পর্কে মহিলারা যে বিপাকে পড়েন, তা উল্লেখ করেছে।
advertisement
বিচারপতি শ্রীমতি বলেন, “লিভ-ইন সম্পর্ককে গান্ধর্ব বিবাহের মতোই দেখা উচিত, এবং এই সম্পর্কে থাকা মহিলাদের স্ত্রীর মতোই সুরক্ষা দেওয়া উচিত।” বিচারপতি জানান, বিচারব্যবস্থার দায়িত্ব, এই ধরনের সামাজিক পরিবর্তনের সময় যেসব মহিলারা আইনি সুরক্ষা পান না, তাদের রক্ষা করা।
এই মামলায় গুরুত্বপূর্ণ বিষয় ছিল ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ৬৯ নং ধারা, যেখানে প্রতারণার মাধ্যমে, যেমন মিথ্যা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে, যৌন সম্পর্ক স্থাপন করলে তা অপরাধ বলে গণ্য হয় এবং সাজা ও জরিমানার বিধান আছে। আদালত জানায়, যদি কেউ বিয়ের প্রতিশ্রুতিতে লিভ-ইন সম্পর্কে যায় এবং পরে সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে, তাহলে এই ধারা প্রযোজ্য হতে পারে।
