রাজেশ জানিয়েছেন, তিনি দিল্লিতে এসে রাজধানীর রাস্তা থেকে পথকুকুর সরিয়ে নেওয়া সংক্রান্ত বিষয়ে দিল্লির মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন৷ তিনি নিজের এলাকায় পশুপ্রেমী হিসাবে পরিচিত ছিলেন তিনি৷ তবে বিজেপি নেতা হরিশ খুরানা এই দাবি প্রত্যাখ্যান করেছেন। হরিশ খুরানা বলেন, ‘তিনি গুজরাতের বাসিন্দা এবং দিল্লি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের আদেশের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। এই সবই বাজে কথা। তিনি দুই দিন ধরে রেকি করছিলেন। তিনি এখানে এসেছিলেন এবং শালিমার বাগেও গিয়েছিলেন। এটি একটি বড় এবং সুপরিকল্পিত ষড়যন্ত্র।’ তিনি আরও দাবি করেছেন যে, অভিযুক্তের মোবাইল থেকে অনেক সন্দেহজনক ভিডিও পাওয়া গিয়েছে। বছরের পর বছর ধরে ভক্তিনগর থানায় তাঁর বিরুদ্ধে অনেক মামলা দায়ের করা হয়েছে, যদিও বেশিরভাগ মামলায় আদালত তাঁকে খালাস করেছে।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 20, 2025 3:32 PM IST