TRENDING:

Rekha Gupta Attack Exclusive: দিল্লির মুখ্যমন্ত্রীকে কষিয়ে চড়, থাপ্পড়, হামলাকারী রাজেশের বাড়ি যেতেই খুলে গেল জট! মা-বৌকেও... পর্দাফাঁস!

Last Updated:

নিজের বাড়িতে হামলার শিকার হন দিল্লির মুখ্যমন্ত্রী।  আচমকাই চিৎকার করে গালিগালাজ শুরু করে অভিযুক্ত রাকেশ। এমনকি, মুখ্যমন্ত্রীর চুল টেনে ধরে তাঁকে চড় মারেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তর উপর হামলার ঘটনায় এবার এক নতুন সত্য উন্মোচন। অভিযুক্ত রাজেশ ভাইয়ের বাড়ি যেতেই জানা গেল অভিযুক্ত রাজেশ একজন অটো চালক এবং বহুবার এমন হিংসাত্মক কার্যকলাপ করেছে। রাজেশের পরিবারের তরফে জানা যায়, সে প্রায়ই বাড়িতে ঝগড়া-অশান্তি করে। তার মা বলেন, ‘ও মানসিকভাবে অসুস্থ। সবাইকে মারধর করে। আমাকে ও নিজের স্ত্রীকেও বহুবার মারধর করেছে।’
News18
News18
advertisement

আরও পড়ুন: শুধু নিমপাতা খেয়ে ৩২ বছরের তপস্যা, ১০৬ বছরেও ‘দেদার দৌড়’! কে এই পাতাইয়া বাবা? পাকিস্তানের সঙ্গে কী সম্পর্ক?

রাজেশ জানিয়েছেন, তিনি দিল্লিতে এসে রাজধানীর রাস্তা থেকে পথকুকুর সরিয়ে নেওয়া সংক্রান্ত বিষয়ে দিল্লির মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন৷ তিনি নিজের এলাকায় পশুপ্রেমী হিসাবে পরিচিত ছিলেন তিনি৷ তবে বিজেপি নেতা হরিশ খুরানা এই দাবি প্রত্যাখ্যান করেছেন। হরিশ খুরানা বলেন, ‘তিনি গুজরাতের বাসিন্দা এবং দিল্লি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের আদেশের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। এই সবই বাজে কথা। তিনি দুই দিন ধরে রেকি করছিলেন। তিনি এখানে এসেছিলেন এবং শালিমার বাগেও গিয়েছিলেন। এটি একটি বড় এবং সুপরিকল্পিত ষড়যন্ত্র।’ তিনি আরও দাবি করেছেন যে, অভিযুক্তের মোবাইল থেকে অনেক সন্দেহজনক ভিডিও পাওয়া গিয়েছে। বছরের পর বছর ধরে ভক্তিনগর থানায় তাঁর বিরুদ্ধে অনেক মামলা দায়ের করা হয়েছে, যদিও বেশিরভাগ মামলায় আদালত তাঁকে খালাস করেছে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Rekha Gupta Attack Exclusive: দিল্লির মুখ্যমন্ত্রীকে কষিয়ে চড়, থাপ্পড়, হামলাকারী রাজেশের বাড়ি যেতেই খুলে গেল জট! মা-বৌকেও... পর্দাফাঁস!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল