TRENDING:

Rekha Gupta Attacked: দিল্লির মুখ্যমন্ত্রীকে হঠাৎ চড় মারলেন কেন?...রাজেশ ভাইয়ের মায়ের কথায় মিলল ইঙ্গিত, আত্মীয়কে ছাড়াতে এসেছিলেন, কিন্তু...

Last Updated:

রিপোর্ট অনুযায়ী, সাকারিয়া গুজরাতের রাজকোট থেকে দিল্লিতে এসেছিলেন৷ দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার অফিসে গিয়েছিলেন সাড়ে ৭টা নাগাদ৷ সেই সময় তাঁর জন আদালত চলছিল৷ সেই কর্মসূচি চলাকালীনই দিল্লির মুখ্যমন্ত্রীর চুলের মুঠি ধরে সজোরে থাপ্পড় কষায় সাকারিয়া৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: সাতসকালে দিল্লিতে ভয়ঙ্কর ঘটনা৷ জন আদালত চলাকালীন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে চুলের মুঠি ধরে কষিয়ে চড় মেরে ধৃত এক ব্যক্তি৷ গুজরাতের বাসিন্দা ধৃত ব্যক্তির নাম রাজেশ ভাই খিমজি ভাই সাকারিয়া৷ বছর ৪১-এর সাকারিয়ার মা জানিয়েছেন, গুজরাত থেকে তিহার জেলে বন্দি তাঁর এক আত্মীয়কে ছাড়িয়ে নিয়ে যেতে দিল্লি এসেছিলেন তাঁর ছেলে৷
News18
News18
advertisement

এছাড়াও, সাকারিয়ার মা জানিয়েছেন, সাকারিয়া দিল্লিতে এসে রাজধানীর রাস্তা থেকে পথকুকুর সরিয়ে নেওয়া সংক্রান্ত বিষয়ে দিল্লির মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন৷ তিনি নিজের এলাকায় পশুপ্রেমী হিসাবে পরিচিত৷

আরও পড়ুন: নন্দীগ্রাম নিয়ে বিশেষ কৌশল…কী প্ল্যান করছেন অভিষেক? ক্যামাক স্ট্রিটে আজ জেলাওয়াড়ি বৈঠক

রিপোর্ট অনুযায়ী, সাকারিয়া গুজরাতের রাজকোট থেকে দিল্লিতে এসেছিলেন৷ দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার অফিসে গিয়েছিলেন সাড়ে ৭টা নাগাদ৷ সেই সময় তাঁর জন আদালত চলছিল৷ সেই কর্মসূচি চলাকালীনই দিল্লির মুখ্যমন্ত্রীর চুলের মুঠি ধরে সজোরে থাপ্পড় কষায় সাকারিয়া৷

advertisement

আরও পড়ুন: টাকা ঢালবে চিন! বাংলাদেশের তিস্তা মেগা প্রজেক্টে…৬,৭০০ কোটি, সেই ফাঁদে পা দিয়েই দিলেন ইউনূস

জানা গিয়েছে, রেখা গুপ্তার বাড়ি যাওয়ার আগে প্রায় ২৪ ঘণ্টা দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়ির রেকি করেছিলেন তিনি৷ ওঁর আত্মীয় যেহেতু তিহাড় জেলে বন্দি, তাঁর কাছে আদালত সংক্রান্ত কাগজপত্র ছিল, সেই নথি নিয়েই জন আদালতে সাকারিয়া ঢুকেছিলেন বলে মনে করা হচ্ছে৷ সেই নথি দিল্লির মুখ্যমন্ত্রীর হাতে সেগুলি দিয়েই তাঁর চুলির মুঠি ধরে চড় কষান রাজেশ ভাই সাকারিয়া৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চোখে স্বপ্ন ভারতীয় দলের জার্সিতে খেলা,বাবা পুকুর পাড়ে,ক্ষেতের পাশে পিচ করে দিলেন মেয়েকে
আরও দেখুন

ঘটনার পরপরই রাজেশ ভাইকে আটক করা হয়েছে, তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ সম্প্রতি দিল্লির রাস্তা থেকে সমস্ত পথকুকুরদের সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷ যা নিয়ে সরব হয়েছেন বহু পশুপ্রেমী৷ বিষয়টি পুনর্বিবেচনা করার মামলার শুনানি শেষ৷ রায়দান স্থগিত৷

বাংলা খবর/ খবর/দেশ/
Rekha Gupta Attacked: দিল্লির মুখ্যমন্ত্রীকে হঠাৎ চড় মারলেন কেন?...রাজেশ ভাইয়ের মায়ের কথায় মিলল ইঙ্গিত, আত্মীয়কে ছাড়াতে এসেছিলেন, কিন্তু...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল