এছাড়াও, সাকারিয়ার মা জানিয়েছেন, সাকারিয়া দিল্লিতে এসে রাজধানীর রাস্তা থেকে পথকুকুর সরিয়ে নেওয়া সংক্রান্ত বিষয়ে দিল্লির মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন৷ তিনি নিজের এলাকায় পশুপ্রেমী হিসাবে পরিচিত৷
আরও পড়ুন: নন্দীগ্রাম নিয়ে বিশেষ কৌশল…কী প্ল্যান করছেন অভিষেক? ক্যামাক স্ট্রিটে আজ জেলাওয়াড়ি বৈঠক
রিপোর্ট অনুযায়ী, সাকারিয়া গুজরাতের রাজকোট থেকে দিল্লিতে এসেছিলেন৷ দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার অফিসে গিয়েছিলেন সাড়ে ৭টা নাগাদ৷ সেই সময় তাঁর জন আদালত চলছিল৷ সেই কর্মসূচি চলাকালীনই দিল্লির মুখ্যমন্ত্রীর চুলের মুঠি ধরে সজোরে থাপ্পড় কষায় সাকারিয়া৷
advertisement
জানা গিয়েছে, রেখা গুপ্তার বাড়ি যাওয়ার আগে প্রায় ২৪ ঘণ্টা দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়ির রেকি করেছিলেন তিনি৷ ওঁর আত্মীয় যেহেতু তিহাড় জেলে বন্দি, তাঁর কাছে আদালত সংক্রান্ত কাগজপত্র ছিল, সেই নথি নিয়েই জন আদালতে সাকারিয়া ঢুকেছিলেন বলে মনে করা হচ্ছে৷ সেই নথি দিল্লির মুখ্যমন্ত্রীর হাতে সেগুলি দিয়েই তাঁর চুলির মুঠি ধরে চড় কষান রাজেশ ভাই সাকারিয়া৷
ঘটনার পরপরই রাজেশ ভাইকে আটক করা হয়েছে, তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ সম্প্রতি দিল্লির রাস্তা থেকে সমস্ত পথকুকুরদের সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷ যা নিয়ে সরব হয়েছেন বহু পশুপ্রেমী৷ বিষয়টি পুনর্বিবেচনা করার মামলার শুনানি শেষ৷ রায়দান স্থগিত৷