TRENDING:

বিদেশে গরুর মাংস বিক্রি কমল, তাতেও ‘গোমাতা’-র দেশ ভারত বিশ্বে দ্বিতীয় গোমাংস এক্সপোর্টকারী দেশ

Last Updated:

২০১৯ সালে সেই রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ১.৬ মিলিয়ন মেট্রিক টন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি : গত দু'বছরে অনেকটাই কমেছে গোমাংস বিক্রি তারপরেও দু নম্বর গোমাংস রপ্তানিকারক দেশ ভারত ৷ ২০১৭ সালে ভারত ১.৮ মিলিয়ন মেট্রিক টন গো মাংস রপ্তানি করেছিল ৷ তার তুলনায় ২০১৯ সালে সেই রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ১.৬ মিলিয়ন মেট্রিক টন ৷ এই তালিকার এক নম্বর দেশ ব্রাজিল ৷ তারা ২.২ মিলিয়ন মেট্রিক টন  মাংস রপ্তানি করেছে ৷ ২০১৭ সালেও ভারতই বিফ রপ্তানিতে দ্বিতীয় ছিল ৷
advertisement

তবে ২০১৭-র পর বিফ রপ্তানির পরিমাণ বাড়িয়েছে ব্রাজিল ৷ গো মাংস রপ্তানিতে ভারতের পিছনে রয়েছে অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড, কানাডা, উরুগুয়ে, প্যারাগুয়ে, ইউরোপিয়ান ইউনিয়ন, আর্জেন্টিনা ও মেক্সিকো ৷

এদিকে দিন কয়েক আগে ভারত থেকে গো মাংস আমদানি করা বন্ধ করে দিয়েছে চিন ৷ তাদের মতে গরুর গায়ের চামড়ায় বিশেষ ধরণের অসুখের কারণ দেখিয়ে তারা ভারতীয় গো মাংস নিতে চাইছে না ৷ গোরুর বাকি কোনও ধরণের প্রজাক্টেও না করে দিয়েছে তারা ৷ ভারত থেকে গোরুর মাংস কিম্বা গোরুর অন্য কোনও প্রডাক্ট নিয়ে যে বিমান ও জাহাজ আসছে তাদের গতিও আটকে দিয়েছে বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশ করেছে ৷

advertisement

এমনকি যদি ঘুরপথে বা অবৈধভাবে কোনও পণ্য ঢোকে তাহলে যারা এই কাজের সঙ্গে যুক্ত তারাও কঠোর শাস্তি পাবে বলে চিনের পক্ষ থেকে জানানো হয়েছে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মার্কিন সংস্থার পক্ষ থেকে বিফ এক্সপোর্টের রিপোর্টে  জানানো হয়েছে তাবড় পশ্চিম দেশকে টেক্কা দিয় গোমাংস থেকে প্রচুর পরিমাণে রপ্তানি করে প্রচুর বিদেশি মুদ্রা উপার্জন করে ৷ তবে গত দু বছরে যেহেতু ভারত গো মাংস রপ্তানির পরিমাণ কমিয়েছে তাই সমানের দিনে ছবিটা কী হবে সেটা অবশ্য এখনি পরিষ্কার ছবিটা পাওয়া সম্ভব হচ্ছে না ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
বিদেশে গরুর মাংস বিক্রি কমল, তাতেও ‘গোমাতা’-র দেশ ভারত বিশ্বে দ্বিতীয় গোমাংস এক্সপোর্টকারী দেশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল