উদ্ধব ঠাকরে সরকারের পতন একরকম নিশ্চিতই ছিল৷ তা সত্ত্বেও বিদ্রোহী বিধায়কদের উদ্ধব ঠাকরেদের নাগালের বাইরে রাখতে তাঁদের অসম থেকে সরাসরি মুম্বাইয়ে আনা হয়নি৷ তার বদলে গোয়ার একটি রিসর্টে এনে রাখা হয় বিদ্রোহীদের৷
আরও পড়ুন: মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, সমর্থন জানিয়ে ঘোষণা বিজেপি-র! আজই শপথ
advertisement
কিন্তু উদ্ধব ঠাকরে ইস্তফা দিলেও মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে ভেসে উঠছিল বিজেপি-র দেবেন্দ্র ফড়নবীশের নাম৷ আর তাতেই উৎকণ্ঠা বাড়ে শিন্ডে অনুগামীদের মধ্যে৷
শেষ পর্যন্ত আজ বিকেলে দেবেন্দ্র ফড়নবীশ নিজেই একনাথ শিন্ডের নাম মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন শিন্ডে অনুগামীরা৷ রিসর্টের ভিতরেই লাউডস্পিকারে গান চালিয়ে উদ্দাম নাচ শুরু করে দেন বিধায়করা৷
গোয়ার যে রিসর্টে বিদ্রোহী বিধায়করা রয়েছেন, সেখানকার ব্যাঙ্কয়েট হলে একটি বড় স্ক্রিনে দেবেন্দ্র ফড়নবীশ ও একনাথ শিন্ডের সাংবাদিক বৈঠক দেখানোর ব্যবস্থা হয়েছিল৷ শিন্ডের নাম ঘোষণা হতেই শুরু হয় নাচ৷ কয়েকজন তো টেবিলের উপরে উঠে নাচতে শুরু করেন৷ আজ সন্ধ্যা সাড়ে সাতটায় শপথ নেওয়ার কথা একনাথ শিন্ডের৷ যদিও মন্ত্রিসভায় কারা থাকবেন, সেই ঘোষণা পরে হবে বলে জানিয়েছেন দেবেন্দ্র ফড়নবীশ৷