আরও পড়ুনঃ ৪ জনের মৃত্যু, নিখোঁজ বহু! উত্তরকাশীর বিপর্যয়ে উদ্ধারকাজ চালাচ্ছে ভারতীয় সেনা
বর্তমানে সকলের একটাই প্রশ্ন- কেন প্রকৃতির রোষে হিমালয়?
বর্ষার বিরতি (Break in Monsoon) মানে হল, বর্ষাকালের মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়া বা কিছুদিনের জন্য বৃষ্টি না হওয়া। সাধারণত, বর্ষার সময় একটানা বৃষ্টি হওয়ার পর যদি কয়েকদিন বা তার বেশি সময় ধরে বৃষ্টি না হয়, তখন তাকে বর্ষার বিরতি বলা হয়। এটি স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা যা মৌসুমী বায়ুর স্থান পরিবর্তনের কারণে ঘটে থাকে।
advertisement
বর্ষার বিরতি কেন হয়?
বর্ষার বিরতি হওয়ার প্রধান কারণ হল মৌসুমী বায়ুর অক্ষ বা “মনসুন ট্রফ” এর স্থান পরিবর্তন। এই অক্ষটি সাধারণত উত্তর-পূর্ব দিকে সরে গেলে ভারতের মূল অংশে বৃষ্টিপাত কমে যায় এবং হিমালয়ের পাদদেশ এবং উত্তর-পূর্ব ভারতে বৃষ্টিপাত বাড়ে।
বর্ষার বিরতির সময় আবহাওয়া কেমন থাকে?
এই সময় আকাশ পরিষ্কার থাকে এবং দিনের তাপমাত্রা বৃদ্ধি পায়। তবে, বর্ষার বিরতি মানেই এই নয় যে বৃষ্টি পুরোপুরি বন্ধ হয়ে যাবে। কিছু অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে হিমালয়ের পাদদেশ এবং উত্তর-পূর্ব ভারতে। বর্ষার বিরতি একটি স্বাভাবিক প্রাকৃতিক প্রক্রিয়া। এটি প্রতি বছরই কমবেশি ঘটে থাকে।
তো এই হড়পা বান হয় কেন?
বহু কারণ হতে পারে। ক্রমাগত বৃষ্টিতে জলাধার থেকে জল উপচে পড়া বা ছেড়ে দেওয়ার কারণে হতে পারে। বাটির মতো আকারের পাহাড় ঘেরা উপত্যকা এলাকায় মেঘ ভাঙা বৃষ্টির কারণে হতে পারে। আবার পাহাড়ি এলাকায় হঠাৎ অতিবৃষ্টির কারণে ঘটতে পারে। যেহেতু পাহাড়ি এলাকার নদীগুলি খাড়াই পাহাড় বেয়ে নামে তাই আচমকা সবেগে বন্যার জল এসে আছড়ে পড়ে।