TRENDING:

নোট বাতিল নিয়ে মাত্র একদিন আগে নোটিস পেয়েছিল RBI

Last Updated:

নোট বাতিল নিয়ে বুধবার মুখ খুললেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গর্ভনর উর্জিত পটেল ৷ এদিন তিনি জানান, নোটবাতিল নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আরবিআই বোর্ডকে মাত্র একদিনের সময় দেওয়া হয়েছিল ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: নোট বাতিল নিয়ে বুধবার মুখ খুললেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গর্ভনর  উর্জিত পটেল ৷ এদিন তিনি জানান, নোটবাতিল নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আরবিআই বোর্ডকে মাত্র একদিনের সময় দেওয়া হয়েছিল ৷ তিনি জানান, কেন্দ্র সরকার ৭ নভেম্বর ২০১৬ -তে আরবিআইকে বোর্ডের একটি বৈঠক ডেকে সেখানে তাদের নোট বাতিল নিয়ে আলোচনা করার প্রস্তাব দেন ৷
advertisement

সুত্রের খবর, সংসদীয় স্ট্যান্ডিং কমিটিতে নোট বাতিল ইস্যুতে বেশ কিছু প্রশ্নের মুখে পড়তে হয় উর্জিত পটেলকে। কংগ্রেস নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এম বীরাপ্পা মইলির নেতৃত্বাধীন কমিটির কংগ্রেস সদস্যরা চেপে ধরেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরকে। তাদের মধ্যে একটি প্রশ্নের উত্তরে উর্জিত জানান, কেন্দ্রীয় সরকার ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে আরবিআই বোর্ডকে বিবেচনা করে দেখতে বলেছিলেন ৷ জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  আরবিআই বোর্ড ও কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠক করার পর নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন ৮ নভেম্বর ৷

advertisement

উর্জিত এজিন আরও জানান, কেন্দ্রীয় সরকারের সঙ্গে নোট বাতিল নিয়ে ২০১৬ সালের প্রথম দিকে আরবিআই-য়ের আলোচনা হয়েছিল ৷ ৫০০, ১০০০ টাকার নোট বাতিলের উদ্দেশ্য সম্পর্কে সরকারের সঙ্গে তাঁরা সহমত বলেও জানান তিনি। নোট বাতিলের পর কত টাকা ব্যাঙ্কে ফিরেছে ? এই বিষয়ে প্রশ্ন করা হলে উর্জিত জানান খুব শীঘ্রই কমিটিকে এই বিষয়ে তথ্য জমা দেওয়া হবে ৷

advertisement

পাশাপাশি, সপ্তাহে ২৪,০০০ টাকা তোলার উর্ধ্বসীমার বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হয় ৷ বেশ কিছু প্রশ্নের উত্তর উর্জিত কমিটিকে লিখিত ভাবে জমা দেবে বলে জানা গিয়েছে ৷ এমনকী আগামী মাসে কমিটির সামনে ফের উপস্থিত হতে পারেন উর্জিত বলে জানা গিয়েছে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তবে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং উর্জিতের পক্ষ নিয়ে বাকি সাংসদদের উর্জিতকে আর প্রশ্ন করা থেকে বিরত করেন তিনি ৷ তিনি জানান, আরবিআইয়ের মতো সংস্থাকে যথাযথ গুরুত্ব, মর্যাদা দিতে হবে। প্রশ্নের মাধ্যমে এইভাবে আক্রমণ করা উচিত নয় ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
নোট বাতিল নিয়ে মাত্র একদিন আগে নোটিস পেয়েছিল RBI
Open in App
হোম
খবর
ফটো
লোকাল