এই কথাই দাবি করছে বিহার পুলিশ ৷ গতবছরের এপ্রিলে নয়া মুখ্যমন্ত্রী বিহারে মদ নিষিদ্ধ ঘোষণা করার পর গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশিতে বাজেয়াপ্ত করা হয়েছিল লাখ লাখ লিটার মদ ৷ সম্প্রতি আসন্ন পুরসভা ভোটের আগে বাজেয়াপ্ত মদের হিসাব নিতে গিয়ে সামনে আসে ইঁদুরের মদপ্রীতির এই অদ্ভুত তথ্য ৷
মিডিয়া রিপোর্ট অনুসারে গত ১৩ মাসে গোটা রাজ্য থেকে ৯.১৫ লাখ লিটার মদ বাজেয়াপ্ত করা হয়েছে ৷ আসন্ন পুর নির্বাচনের আগে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনার জন্য সমস্ত স্টেশন হাউস অফিসারদের(SHO) বৈঠকে পটনার এসএসপি যখন জানতে চান গত এক বছরে বাজেয়াপ্ত মদের কি অবস্থা? এই প্রশ্নের উত্তরে অপ্রস্তুত অফিসাররা জানান, বাজেয়াপ্ত মদ এক ফোঁটাও নেই ৷ সমস্ত মদ ইঁদুরে খেয়ে ফেলেছে ৷
advertisement
এমন অদ্ভুত তথ্য পাওয়ার পর পটনার এসএসপি সমস্ত অফিসারদের শ্বাস পরীক্ষার নির্দেশ দেন ৷ একইসঙ্গে জানান, কারোর শ্বাসে অ্যালকোহলের নমুনা মিললে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে ৷ অন্যদিকে, এই গোটা ঘটনা খতিয়ে দেখে রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে ৷ এই নির্দেশে চুড়ান্ত অস্বস্তিতে অধঃস্তন অফিসাররা ৷
মগধের ডিআইজি রাজেশ কুমার জানিয়েছেন, এখনও মালখানায় মজুত বাকি মদ নষ্ট করে ফেলা হবে এবং ইঁদুরের মদ খাওয়ার ঘটনারও যথাযথ তদন্ত করে গাফিলতি কার খতিয়ে দেখা হবে ৷
উল্লেখ্য, গোটা বিহারে ১,০৫৩ পুলিশ থানা আছে ৷