TRENDING:

অনাথ ১০ মাসের কুকুরের জন্য পরিবার খুঁজছেন রতন টাটা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট শিল্পপতির

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পুণে: তিনি দেশের অন্যতম শিল্পপতি। কিন্তু তা সত্ত্বেও আজও মাটিতে পা রেখেই চলেন রতন টাটা । তা ফের সোশ্যাল মিডিয়ায় বুঝিয়ে দিলেন তিনি । এর আগেও একবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনাথ এক কুকুরকে পরিবার খুঁজে দিয়েছিলেন তিনি । আবারও পশুপ্রেমী শিল্পপতি ১০ মাসের এক অনাথ ল্যাব্রাডরকে পরিবারে ফেরাতে নেটিজেনদের কাছে আর্জি নিয়ে এলেন ।
advertisement

রতন টাটা সোশ্যাল মিডিয়ায় এসেছেন সম্প্রতিই। কিন্তু এরই মধ্যে বেশ জনপ্রিয় তিনি । কিছুদিন আগে নিজের যৌবন বয়সের ছবি পোস্ট করেছিলেন তিনি । সেই ছবিগুলি দারুণ ভাইরাল হয়েছিল । এর আগে মীরা নামের একটি কুকুরকে দত্তক নেওয়ার আর্জি জানিয়েছিলেন তিনি সোশ্যাল মিডিয়ার । এবার ছোট্ট সুরের জন্য পুণেতে একটি সহৃদয় পরিবার খুঁজতে শুরু করেছেন রতন টাটা ।

advertisement

তিনি লিখেছেন, ‘ছোট থেকে বহুবার পরিবার বদলে গিয়েছে সুর নামে ওই কুকুরটির। কিন্তু, এখন তাকে দেখাশোনা করার কেউ নেই। গতবার মাইরার জন্য আপনারা একটি সুন্দর পরিবার খুঁজতে সাহায্য করেছিলেন। এবারও আশা রাখি সেই কাজ করবেন। সুরকে যারা দত্তক নিতে চান অথবা তাকে দত্তক নিতে ইচ্ছুক কোনও পরিবারকে চেনেন, তাহলে আমাকে জানান।’

advertisement

একটা ফর্মও ওই পোস্টের সঙ্গে জুড়ে দিয়েছেন টাটা। তাতে উল্লেখ, “রতন টাটা বলছেন বলে, দত্তক নেবেন না। যদি পশুপ্রেমী হন, তবেই দত্তক নেবেন।”

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
অনাথ ১০ মাসের কুকুরের জন্য পরিবার খুঁজছেন রতন টাটা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট শিল্পপতির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল