রতন টাটা সোশ্যাল মিডিয়ায় এসেছেন সম্প্রতিই। কিন্তু এরই মধ্যে বেশ জনপ্রিয় তিনি । কিছুদিন আগে নিজের যৌবন বয়সের ছবি পোস্ট করেছিলেন তিনি । সেই ছবিগুলি দারুণ ভাইরাল হয়েছিল । এর আগে মীরা নামের একটি কুকুরকে দত্তক নেওয়ার আর্জি জানিয়েছিলেন তিনি সোশ্যাল মিডিয়ার । এবার ছোট্ট সুরের জন্য পুণেতে একটি সহৃদয় পরিবার খুঁজতে শুরু করেছেন রতন টাটা ।
advertisement
তিনি লিখেছেন, ‘ছোট থেকে বহুবার পরিবার বদলে গিয়েছে সুর নামে ওই কুকুরটির। কিন্তু, এখন তাকে দেখাশোনা করার কেউ নেই। গতবার মাইরার জন্য আপনারা একটি সুন্দর পরিবার খুঁজতে সাহায্য করেছিলেন। এবারও আশা রাখি সেই কাজ করবেন। সুরকে যারা দত্তক নিতে চান অথবা তাকে দত্তক নিতে ইচ্ছুক কোনও পরিবারকে চেনেন, তাহলে আমাকে জানান।’
একটা ফর্মও ওই পোস্টের সঙ্গে জুড়ে দিয়েছেন টাটা। তাতে উল্লেখ, “রতন টাটা বলছেন বলে, দত্তক নেবেন না। যদি পশুপ্রেমী হন, তবেই দত্তক নেবেন।”