বিশ্বের দরবারে জনপ্রিয় এই ভারতীয় শিল্পপতির প্রয়াণে শোকপ্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, লোকসভার বিরোধী দলনেতা কংগ্রেসের রাহুল গান্ধি। গভীর রাতে খবর ছড়িয়ে পড়তেই এক্স হ্যান্ডেলে বিবৃতি দিয়েছে টাটা সন্স-ও।
advertisement
আরও পড়ুন: ষষ্ঠীর রাতে এল দুঃসংবাদ! শিল্প জগতে যুগের অবসান, প্রয়াত রতন টাটা! দেশ জুড়ে শোকের ছায়া
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, ‘শ্রী রতন টাটা জি একজন দূরদর্শী ব্যবসায়ী নেতা, একজন মমতাময়ী আত্মা এবং একজন অসাধারণ মানুষ ছিলেন। তিনি ভারতের অন্যতম প্রাচীন এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যবসায়িক প্রতিষ্ঠানকে স্থিতিশীল নেতৃত্ব প্রদান করেছিলেন। একই সময়ে, তাঁর অবদান বোর্ডরুম ছাড়িয়ে গিয়েছে। তিনি তার নম্রতা, দয়া এবং আমাদের সমাজকে আরও উন্নত করার জন্য একটি অটল অঙ্গীকারের জন্য অনেক লোকের কাছে নিজেকে প্রিয় করেছিলেন।’
আরও পড়ুন: আকাশে বিদ্যুতের ঝলকানি, যখন-তখন বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়! আবহাওয়ার বড় খবর
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘টাটা সন্সের চেয়ারম্যান রতন টাটার মৃত্যুতে শোকাহত। টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান ছিলেন ভারতীয় শিল্পের একজন অগ্রণী নেতা এবং একজন জন-উৎসাহী জনহিতৈষী। তাঁর মৃত্যু ভারতীয় ব্যবসায়িক জগৎ ও সমাজের জন্য অপূরণীয় ক্ষতি হবে। তাঁর পরিবারের সকল সদস্য ও সহকর্মীদের প্রতি আমার সমবেদনা।’
রাহুল গান্ধি লিখেছেন, ‘রতন টাটা ছিলেন দূরদর্শী একজন মানুষ। ব্যবসা এবং জনহিতকর উভয় ক্ষেত্রেই তিনি স্থায়ী চিহ্ন রেখে গেছেন। তাঁর পরিবার এবং টাটা সম্প্রদায়ের প্রতি আমার সমবেদনা।’ রাতেই এক্স হ্যান্ডেলে টাটা সন্স-এর তরফে শোকজ্ঞাপন করা হয়েছে। বর্ণনা করা হয়েছে রতন টাটা একজন অসাধারণ নেতা ছিলেন যিনি দেশ গড়ার কাজে ব্রতী হয়েছিলেন।
শিল্পপতি রতন টাটা দেশ ও সমাজকে বদলানোর ভাবনাকে পাথেয় করে কাজ করে গিয়েছেন। চেয়ারপার্সনের থেকে অনেক বড় মাপের মানুষ ছিলেন তিনি। শিক্ষা, স্বাস্থ্যক্ষেত্রে বহু বছর ধরে তাঁর কাজের ছাপ থেকে যাবে।
