আপনি কল্পনা করুন, পরিবার বা বন্ধুদের সঙ্গে রেস্তোরাঁয় খেতে গিয়েছেন এবং খাবারের মধ্যে মরা ইঁদুর দেখতে পেলেন! শুধু ভাবলেই গা শিউরে উঠবে, আর যাঁদের সঙ্গে বাস্তবে এমন ঘটনা ঘটেছে, তাঁদের অনুভূতি কেমন ছিল তা অনুমান করাই কঠিন। নবি মুম্বইয়ে এক ভয়ংকর ঘটনা ঘটেছে, যেখানে একদল মহিলা তাঁদের অর্ডার করা খাবারের গ্রেভির মধ্যে মরা ইঁদুরের বাচ্চা পান।
advertisement
আরও পড়ুন: বিহারে ভয়ঙ্কর ডাকাতি! ২৫ কোটি টাকার গয়না লুট, পুলিশের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন ভিডিও
রিপোর্ট অনুযায়ী, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কিছু মহিলা ‘পার্পল বাটারফ্লাই হোটেল’-এ গিয়েছিলেন। তাঁরা বিভিন্ন খাবার অর্ডার করেছিলেন, কিন্তু যখন তাঁরা মাঞ্চুরিয়ান খেতে শুরু করেন, তখনই ভয়াবহ দৃশ্যের সম্মুখীন হন। খাবারের মধ্যে একটি মরা ইঁদুরের বাচ্চা পাওয়া যায়।
এমন দৃশ্য দেখে মহিলারা আতঙ্কিত হয়ে পড়েন এবং সঙ্গে সঙ্গেই রেস্তোরাঁর ম্যানেজারের কাছে অভিযোগ জানান। ম্যানেজার ক্ষমা চাইলেও মহিলারা বিষয়টিকে গুরুত্ব দিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেন।
এই ঘটনার পর রেস্তোরাঁর মালিক, ম্যানেজার এবং স্টাফদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, ৯ জন মহিলার একটি দল নারী দিবস উদযাপন করতে নবি মুম্বাইয়ের অ্যারোলি সেক্টর-৪-এ অবস্থিত ‘পার্পল বাটারফ্লাই হোটেল’-এ গিয়েছিলেন। খাবার পরিবেশন করার সময় এক মহিলা গ্রেভির মধ্যে মরা ইঁদুর দেখতে পান, যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
মহিলারা মরা ইঁদুরের ছবি ও ভিডিও ধারণ করে পুলিশে অভিযোগ করেন। এরপর রেস্তোরাঁর মালিক এবং কর্মীদের বিরুদ্ধে বিএনএস ও খাদ্য নিরাপত্তা ও মান সংক্রান্ত আইনের অধীনে মামলা দায়ের করা হয়েছে।
এই ভয়াবহ ঘটনার পর সংশ্লিষ্ট রেস্তোরাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে বলে অনুমান করা হচ্ছে।