TRENDING:

আম্বেদকরের নাম বদল করল উত্তর প্রদেশ সরকার

Last Updated:

ডঃ ভিমরাও আম্বেদকরের নামে এ বার বদল আনল উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথের সরকার ৷ সংবিধান প্রণেতা আম্বেদকরের নামে এ বার মধ্য নাম হিসাবে রামজি ব্যবহার করবে উত্তর প্রদেশ সরকার ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ডঃ ভিমরাও আম্বেদকরের নামে এ বার বদল আনল উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথের সরকার ৷ সংবিধান প্রণেতা আম্বেদকরের নামে এ বার মধ্য নাম হিসাবে রামজি ব্যবহার করবে উত্তর প্রদেশ সরকার ৷ অর্থাৎ এখন থেকে ডঃ ভিমরাও আম্বেদকরের বদলে হবে ডঃ ভিমরাও রামজি আম্বেদকর ৷ সমস্ত সরকারি নথি ও তথ্যে এখন থেকে নতুন এই নামই ব্যবহার করা হবে ৷
advertisement

আরও পড়ুন: আধার সংযুক্তিকরণের সময়সীমা বাড়াল কেন্দ্র

২০১৭ সালে উত্তরপ্রদেশের রাজ্যপাল রাম নায়েক নাম বদলের সুপারিশ করেছিলেন। যা মেনে নিয়েছে যোগীর সরকার। আম্বেদকরের বাবার নাম ছিল রামজি ৷ এখন থেকে এই নামটি আম্বেদকরের নামের সঙ্গে ব্যবহার করা হবে ৷

আরও পড়ুন: আরও ২০ হাজার শূন্যপদে নিয়োগ করবে ভারতীয় রেল

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

তবে যোগী সরকারের এই সিদ্ধান্তে স্বভাবিকভাবেই উল্টো তোপ দেগেছে বিরোধীরা ৷ সপা জানিয়েছে, ভোটব্যাঙ্ককে মাথায় রেখেই এই পদক্ষেপ নিয়েছে বিজেপি ৷ আদতে আম্বেদকরের কোনও আদর্শই মানে না তাঁরা ৷

বাংলা খবর/ খবর/দেশ/
আম্বেদকরের নাম বদল করল উত্তর প্রদেশ সরকার