সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রামদেব বলেন, দেশের জন্য কাজ করেছেন রাহুল ৷ সেই কারণেই জয়ের মুখ দেখেছে কংগ্রেস ৷ ভারতের রাজনীতি কোন পথে এগোবে ৷ সেটি সম্পূর্ণ নির্ভর করে এখনও সাধারণ মানুষের ভোটের উপর ৷ যদি দেশের কৃষকেরা একজোট হয়ে যায়, তাহলে দেশের রাজনীতির অঙ্ক সবকিছু বদলে যেতে পারে বলে দাবি করেন রামদেব ৷
advertisement
একইসঙ্গে রামদেব আরও বলেন, দেশের রাজনৈতিক অসহিষ্ণুতা চরমে ৷ তবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব সম্পর্কেও ভূয়সী প্রশংসা করেন তিনি ৷ বলেন, ‘মোদির নীতি এবং নেতৃত্বে দেশের ভালর জন্যই ছিল ৷ উনি দেশের জন্য অনেক ভাল কাজও করেছেন ৷ এছাড়াও বেশ কয়েকটি যোজনার সূচনা করেছেন তিনি ৷ যাতে বেকারত্বের সমস্যা অনেকটাই কেটেছে দেশে ৷’
তবে, দেশের পরবর্তী প্রধানমন্ত্রী যেই-ই হোক না কেন ৷ সে যেন দেশের প্রতি কোনও প্রতারণা না করেন ৷ রাজনীতিতে হার-জিত তো লেগেই রয়েছে ৷ ১৯-র নির্বাচনের পর দেশের প্রধানমন্ত্রী হিসেবে যেই-ই নির্বাচিত হোক না কেন, দেশের মানুষের সঙ্গে প্রতারণা না করার আর্জি জানালেন যোগগুরু রামদেব ৷