অযোধ্যা রাম মন্দির উদ্বোধন লাইভ কভারেজ । Ayodhya Ram Mandir Inauguration LIVE
রাজসূয় এই আয়োজনের জন্য বিষ্ণু মনোহর তৈরি করিয়েছেন বিশেষ কড়াই৷ রাম মন্দিরের চত্বরে সেই সুবিশাল কড়াইয়ে হবে ভোগ রান্না৷ একসঙ্গে ১২ হাজার লিটার ভোগ তৈরি করা যাবে৷ বিষ্ণু মনোহর জানিয়েছেন, ‘‘বিশেষ এই কড়াইয়ের ওজন ১৩০০ থেকে ১৪০০ কেজি৷ স্টিলের তৈরি কড়াইয়ের মধ্যবর্তী অংশ লোহার৷ যাতে যখন হালুয়া তৈরি করা হবে, তখন পুড়ে না যায়৷ ১০ ফিট বাই ১০ ফিট আয়তনের এই কড়াইয়ে একসঙ্গে ১২ হাজার লিটার তরল ধরতে পারে৷ ৭ হাজার কেজি হালুয়া রান্না হবে এই কড়াইয়ে৷ কড়াই তুলে ধরার জন্য ক্রেন দরকার৷ যে হাতায় এই ভোগ রাঁধা হবে, তার ওজন ১০ কেজি থেকে ১২ কেজি৷ হাতায় বড় বড় ছিদ্র আছে৷ যাতে রাঁধতে সুবিধে হয়৷
advertisement
৯০০ কেজি সুজি, ১০০০ কেজি ঘি, ১০০০ কেজি চিনি, ২০০০ লিটার দুধ, ২৫০০ লিটার জল, ৩০০ কেজি ড্রাই ফ্রুটস, ৭৫ কেজি এলাচগুঁড়ো দিয়ে তৈরি হবে প্রসাদী হালুয়া৷ রামলালাকে নিবেদন করার পর ওই হালুয়া বিতরণ করা হবে ১ লক্ষ থেকে দেড় লক্ষ ভক্তের মধ্যে৷
আরও পড়ুন: মকর সংক্রান্তিতে খান খিচুড়ি ও এই বিশেষ কালো খাবার! পালাবে অভাব, হাতে আসবে টাকা
রন্ধনশিল্পী বিষ্ণু মনোহরের কথায়,‘‘আমরা করসেবক হিসেবে এই উদ্যোগের নাম দিয়েছি পাক সেবা৷ আমাদের আবেগ মিশে আছে এর সঙ্গে৷’’ রাম জন্মভূমি উদ্যোগের সঙ্গে যুক্ত ছিলেন বিষ্ণু মনোহর৷ এর আগে তিনি অযোধ্যায় কর সেবকের দায়িত্বও পালন করেছেন৷
আগামী ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিত থাকার কথা৷ অযোধ্যায় এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণপত্র পৌঁছেছে দেশ বিদেশে বহু গুরুত্বপূর্ণ অতিথির কাছে৷ মূল অনুষ্ঠানের এক সপ্তাহ আগে ১৬ জানুয়ারি থেকে অযোধ্যায় শুরু হবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা পর্ব৷