TRENDING:

Raksha bandhan: কিডনি দিয়ে দাদার জীবন রক্ষা বোনের! রাখি পূর্ণিমায় দাদাকে অমূল্য উপহার

Last Updated:

রাখি বেঁধে এক বোন তার দাদাকে ‘উপহার’ দিয়েছেন৷ তাও আবার যে সে উপহার নয়, নিজের একটি কিডনি দিয়ে দাদার জীবন বাঁচালেন বোন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ভাই বোনের পবিত্র সম্পর্কে উৎসব রাখিবন্ধন৷ ভাই বা দাদার হাতে বোন বা দিদিরা রাখি বাঁধবেন৷ বদলে বোন বা দিদিকে উপহার দেবেন ভাই বা দাদা৷ তবে এই ঘটনার ছবিটা একটু অন্যরকম৷ রাখি বেঁধে এক বোন তার দাদাকে ‘উপহার’ দিয়েছেন৷ তাও আবার যে সে উপহার নয়, নিজের একটি কিডনি দিয়ে দাদার জীবন বাঁচালেন বোন৷
কিডনি দিয়ে দাদার জীবন রক্ষা বোনের! রাখি পূর্ণিমায় দাদাকে অমূল্য উপহার
কিডনি দিয়ে দাদার জীবন রক্ষা বোনের! রাখি পূর্ণিমায় দাদাকে অমূল্য উপহার
advertisement

প্রিয়াঙ্কার(২৩) দাদা হরেন্দ্র(৩০) ২০২২ সালের ডিসেম্বর থেকেই ডায়ালিসিস শুরু হয়৷ হরেন্দ্র জানুয়ারিতে হরেন্দ্র জানতে পারেন তাঁর কিডনি ফেলিওরের সমস্যা রয়েছে৷ এ কারণে তিনি হঠাৎ ক্লান্তি, কোনও কারণ ছাড়াই ক্লান্তি এবং খিদে কমে যাওয়ার মতো উপসর্গ দেখা দেয়৷ গত বছর ডিসেম্বর থেকেই ডায়ালাইসিস করা রোজকার রুটিনে পরিণত হয়৷ ফলে দিন দিন হরেন্দ্রর স্বাস্থ্যের অবনতি হতে থাকে৷

advertisement

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী দাদার এই অবস্থা দেখে তাঁর ছোট বোন প্রিয়াঙ্কা সিদ্ধান্ত নেন দাদাকে তিনি একটি কিডনি দান করবেন৷ দাদার জীবন রক্ষা করার ভার নিলেন বোন৷ অনেকেই প্রিয়াঙ্কাকেই বোঝান কিডনি দান করলে ভবিষ্যতে তাঁর বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে৷ এমনকি বহুজনেই তাঁকে বলেন, তাঁর মা হওয়ার পথেও পরবর্তীকালে বাধা হতে পারে এই কিডনি দান৷ তবে তারপরও তিনি তার সিদ্ধান্তে অটল থাকেন৷

advertisement

আরও পড়ুন: বোনকে ধর্ষণ করে দীর্ঘদিন ধরে অত্যাচার, রাখির দিনেই ২০ বছরের জেলের সাজা ধর্ষক দাদার

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

১০ অগাস্ট হরেন্দ্রর কিডনি প্রতিস্থাপন করা হয়৷ অবশ্য ডাক্তাররা জানালেন মা হওয়ার পথে মোটেই কোনও বাধা নয় কিডনি দান৷ বোনের কিডনি দান করার পর নতুন জীবন পেয়ে হরেন্দ্র খুবই খুশি। তাঁর বোনই তাঁর সবচেয়ে বড় শক্তি, জানালেন হরেন্দ্র৷ রাখি বন্ধনে তিনি অমূল্য উপহার পেয়েছেন৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Raksha bandhan: কিডনি দিয়ে দাদার জীবন রক্ষা বোনের! রাখি পূর্ণিমায় দাদাকে অমূল্য উপহার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল