আরও পড়ুন- প্রকাশ্যে এলোপাথাড়ি গুলি করে খুন কংগ্রেস নেতা ও পঞ্জাবি গায়ক সিধু মুস ওয়ালা!
সর্বাধিক সংখ্যক আসন রয়েছে উত্তরপ্রদেশে। ১১ টি আসনে নির্বাচন হবে। বিজেপি এখনও পর্যন্ত উত্তরপ্রদেশ থেকে লক্ষ্মীকান্ত বাজপেয়ী, রাধা মোহন আগরওয়াল, সুরেন্দ্র নগর, বাবুরাম নিষাদ, দর্শনা সিং, সঙ্গীতা যাদবকে প্রার্থী করেছে। মহারাষ্ট্রে পীযূষ গোয়েলের আসন ছাড়াও আরও ৬ টি আসনে নির্বাচন হচ্ছে। বিজেপির মহারাষ্ট্রের তালিকায় নাম রয়েছে অনিল বন্ডের। তামিলনাড়ুতেও ছয়টি আসনে ভোট হওয়ার কথা। যদিও এই রাজ্য থেকে এখনও পর্যন্ত কোনও প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি।
advertisement
বিহারের পাঁচটি, কর্ণাটক, রাজস্থান ও অন্ধ্রপ্রদেশের চারটি, মধ্যপ্রদেশ ও ওড়িশার তিনটি করে, পঞ্জাব, ঝাড়খণ্ড, হরিয়ানা, ছত্তিশগড় ও তেলেঙ্গানার দু’টি করে এবং উত্তরাখণ্ডের একটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন- "আধার কার্ডের ফটোকপি দেবেন না কাউকেই," বলার পরেই নির্দেশিকা প্রত্যাহার করল UIDAI
বিজেপির তালিকায় রয়েছেন রাজস্থানে ঘনশ্যাম তিওয়ারি, উত্তরাখণ্ডে কল্পনা সাইনি, বিহারে সতীশ চন্দ্র দুবে, বিহার থেকেই শম্ভু শরণ প্যাটেল, হরিয়ানা থেকে কৃষাণ লাল পানওয়ার, মধ্যপ্রদেশে কবিতা পাটিদার এবং কর্ণাটকে যজ্ঞেশ।
যে ৫৭ টি আসনে নির্বাচন হচ্ছে তার মধ্যে বিজেপির ২৩ টি আসন রয়েছে এবং আটটি কংগ্রেসের দখলে রয়েছে। এই সপ্তাহের শুরুতেই, সমাজবাদী পার্টি প্রাক্তন কংগ্রেস নেতা কপিল সিবালের প্রতি সমর্থন জুগিয়েছে। স্বতন্ত্র প্রার্থী হিসাবে রাজ্যসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কপিল। অখিলেশ যাদবের নেতৃত্বাধীন সপা দলের নেতা জাভেদ আলি এবং অখিলেশের স্ত্রী ডিম্পল যাদবের নামও প্রার্থী হিসেবে ঘোষণা করেছে।