আরও পড়ুন- কেন্দ্রের বড় ঘোষণা! আধাসামরিক বাহিনী ও অসম রাইফেলসে অগ্নিবীরদের ১০% সংরক্ষণ!
অগ্নিপথ সশস্ত্র বাহিনী নিয়োগ প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভ দমনের উদ্দেশ্যে, আধা সামরিক বাহিনী এবং অসম রাইফেলসে অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ ঘোষণা করল কেন্দ্র সরকার! স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরের একটি ট্যুইটের মাধ্যমে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। “স্বরাষ্ট্র মন্ত্রক (MHA) সিএপিএফ এবং অসম রাইফেলে অগ্নিবীরদের নিয়োগের জন্য ১০% শূন্যপদ সংরক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছে,” বলা হয়েছে ওই ট্যুইটে।
advertisement
দ্বিতীয় একটি ট্যুইটে, স্বরাষ্ট্রমন্ত্রক এই নিয়োগকারীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা শিথিল করার ঘোষণাও করেছে। যদিও সিএপিএফ এবং অসম রাইফেলসে নিয়োগ হতে ইচ্ছুক অগ্নিবীরদের জন্য নির্ধারিত বয়সের ঊর্ধ্বসীমায় তিন বছরের ছাড় ঘোষণা করা হলেও, প্রথম ব্যাচের জন্য, বয়সের নির্ধারিত ঊর্ধ্বসীমাকে বাড়িয়ে পাঁচ বছর করা হবে বলেও জানিয়েছে মন্ত্রক।
অন্যদিকে অগ্নিপথ প্রকল্প চালু করার প্রতিবাদে যে দেশজুড়ে হিংসাত্মক ঘটনা ঘটে চলেছে তার তদন্তে সিট গঠনের আর্জি জানিয়ে শীর্ষ আদালতে মামলা দায়ের করলেন দিল্লির আইনজীবী বিশাল তিওয়ারি। এ ছাড়াও, কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্পের নানান দিক খতিয়ে দেখতে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি নেতৃত্বে বিশেষ তদন্ত কমিটি গঠনের আর্জি জানানো হয়েছে মামলার আবেদনে।
অগ্নিপথের প্রতিবাদের জেরে জ্বলে পুড়ে ছারখার সরকারি সম্পত্তি, বিশেষ করে ট্রেন। সেনাবাহিনীতে চাকরি প্রার্থীদের প্রতিবাদের আগুনে জ্বলছে আসমুদ্র হিমাচল। এই পরিস্থিতিতে অগ্নিপথ প্রকল্পে সেনাবাহিনীতে নিয়োগ নিয়ে তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে বসেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দেশজুড়ে প্রতিবাদের চাপে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার অগ্নিপথ প্রকল্পে নিয়োগের বয়স বাড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে আরও কোনও ছাড় দেওয়া যায় কিনা, বা কীভাবে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে তা নিয়ে তিন বাহিনীর প্রধানের সঙ্গে আলোচনার জন্য এই বৈঠক বলে সূত্রের খবর।