TRENDING:

Vicky Donor: ১১ হাজার সন্তানের বাবা, ময়দান কাঁপাচ্ছে ৩ বছরের ‘ভিকি ডোনর’! তুমুল চাঞ্চল্য

Last Updated:

Vicky Donor: এমনই এক স্পার্ম ডোনরের খোঁজ এবার মিলেছে রাজস্থানে। তবে এই ডোনর কোনও মানুষ নয়। বরং একটি হৃষ্টপুষ্ট মোষ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ‘ভিকি ডোনার’কে মনে আছে তো! স্পার্ম ডোনেট করে বিখ্যাত হয়ে যাওয়া সেই যুবক, হাজার হাজার সন্তানের বাবা। ভিন্নধর্মী গল্প ও ভাবনায় নির্মিত এই ছবিটি দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল। আয়ুষ্মান খুরানার অভিনয় গুণে স্পার্ম ডোনর ভিকি মানুষের মনে জায়গা করে নিয়েছিল।
আসল ঘটনায় চমকে উঠবেন
আসল ঘটনায় চমকে উঠবেন
advertisement

এমনই এক স্পার্ম ডোনরের খোঁজ এবার মিলেছে রাজস্থানে। তবে এই ডোনর কোনও মানুষ নয়। বরং একটি হৃষ্টপুষ্ট মোষ। আপাতত সেই ‘মহিষ ডোনর’-কে নিয়েই জোর চর্চা চলছে। মাত্র সাড়ে তিন বছরের এই মহিষের বীর্যের চাহিদা রয়েছে সারা দেশে। সব ঠিক থাকলে আগামী দিনে ১১ হাজারের বেশি মোষশাবকের পিতা হতে চলেছে এই কিশোর।

advertisement

সম্প্রতি রাজস্থানের উদয়পুরের কৃষি মান্ডি প্রাঙ্গণে বিভাগীয় পর্যায়ের কিষাণ মহোৎসবের আয়োজন করা হয়। সেই জন্যই উন্নত জাতের গবাদি পশুদের আমন্ত্রণ জানানো হয়েছে। এই মেলায় চুরু জেলার বিসলান গ্রামের খামার থেকে আনা হয় রাজা নামের এই মহিষটিকে। তার পর থেকেই তাকে ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা।

আরও পড়ুন: রাতে ফিরলেন না বাড়িতে, কোথায় গেলেন সায়নী ঘোষ? শুক্রবার নিয়ে বিরাট জল্পনা

advertisement

কিষাণ মহোৎসবে আসা কৃষকদের ভিড় জমে উঠেছে রাজাকে দেখতে। মনে করা হচ্ছে আগামী বছরের মধ্যে রাজার প্রায় ১১ হাজার শাবক জন্মাবে রাজস্থান, হরিয়ানা ও পঞ্জাবে বিভিন্ন এলাকায়। মুরা জাতের এই দৈত্যাকার মহিষটির নাম রাজা রেখেছেন তার মালিকই। রাজার বীর্যের চাহিদা এই মুহূর্তে সারা দেশে। বিশেষ করে রাজস্থান, হরিয়ানা এবং পঞ্জাব থেকে আসা হাজার হাজার মানুষ কিনে নিয়ে যাচ্ছেন রাজার বীর্য।

advertisement

বীর্যের ১৩ হাজার শিশি—

এখনও পর্যন্ত জানা গিয়েছে, প্রায় ১৩ হাজার শিশি বীর্য বিক্রি হয়েছে। রাজার মালিক পবন জানিয়েছেন, আগামী বছরের মধ্যে শুধু রাজস্থানেই প্রায় ৮,০০০ মহিষশাবকের জন্ম হবে, যাদের বাবা রাজা। একই সঙ্গে হরিয়ানা ও পঞ্জাব মিলিয়ে রাজা মোট ১১ হাজার সন্তানের বাবা হবে। এই দৈত্যাকার মহিষটির উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি এবং ওজন প্রায় ১,৪০০ কেজি।

advertisement

আরও পড়ুন: দু’সপ্তাহের বেশি জ্বর! চরম চিন্তায় প্রশাসন, জারি হল সতর্কবার্তা

রাজার পরিচর্যা—

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

রাজার হালেই থাকে ‘রাজা ডোনর’। তাকে সুস্থ রাখতে যথেষ্ট কাঠখড় পোড়াতে হয় পবনকে। তিনি জানান, প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় ৪-৪ লিটার দুধ খাওয়ানো হয় রাজাকে। এছাড়াও, উচ্চ মানের খাবার খাওয়ানো হয়। প্রতিদিন ৩ থেকে ৪ কিলোমিটার হাঁটানো হয় শরীর সুস্থ রাখতে। চুরু জেলার রাজগড় তহসিলের বেসলান গ্রামের একটি খামারে বড় হওয়া রাজার বয়স মাত্র সাড়ে তিন বছর। এখনও তার বাড়-বৃদ্ধির সময় রয়েছে হাতে। রাজার মাও খুব বিখ্যাত, তার মা দিনে ২৪ কেজি ৮০০ গ্রাম দুধ দিত বলে জানিয়েছেন পবন।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Vicky Donor: ১১ হাজার সন্তানের বাবা, ময়দান কাঁপাচ্ছে ৩ বছরের ‘ভিকি ডোনর’! তুমুল চাঞ্চল্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল