Fever: দু’সপ্তাহের বেশি জ্বর! চরম চিন্তায় প্রশাসন, জারি হল সতর্কবার্তা

Last Updated:

Fever: এখনও আশা কর্মীদের এই রোগ শনাক্ত করা ও প্রতিরোধের জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

বড় সতর্কতা
বড় সতর্কতা
কলকাতা: কোভিড ১৯-এর চোখ রাঙানি শেষ হতে না হতেই ত্রাস তৈরি করেছিল কালাজ্বর। বিশেষত বিহারের একাধিক জেলায় কালাজ্বরের প্রকোপ মারাত্মক আকার ধারণ করেছিল। সেই প্রাদুর্ভাব এখন শেষ পর্যায়ে। তবে সতর্ক প্রশাসন। আবারও যাতে জ্বরের দাপট বাড়তে না পারে, সেই কারণে সব ধরনের প্রস্তুতি রাখা হচ্ছে। এখনও আশা কর্মীদের এই রোগ শনাক্ত করা ও প্রতিরোধের জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
পূর্ণিয়া জেলার পতঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রণ আধিকারিক চিকিৎসক রাজেন্দ্রপ্রসাদ মণ্ডল জানান, ডিএনডিআই-এর সহায়তায় জেলার আশা কর্মীদের কালাজ্বর সম্পর্কিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তবে আশার কথা হল, জেলায় কালাজ্বরের রোগীর সংখ্যা কমেছে। কিন্তু সরকারের লক্ষ্য হল এই রোগকে একেবারে নির্মূল করা। তাই নির্দিষ্ট সময়ের ব্যবধানে কালাজ্বরের রোগী আছে কি না তা খুঁজে দেখতে অভিযান চালানো হচ্ছে। আইআরএস স্প্রে করার নির্দেশও দেওয়া হয়েছে। মেডিক্যাল অফিসার ও প্যারা-মেডিক্যাল কর্মীদের সহযোগিতায় সেই অভিযান শেষ পর্যায়ে পৌঁছেছে বলে দাবি করেন আধিকারিক।
advertisement
advertisement
সচেতনতামূলক কর্মসূচি
ভারপ্রাপ্ত স্বাস্থ্য আধিকারিক নবীনকুমার আফরোজিয়া বলেন, ‘গ্রাম পর্যায়ে আশা কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বিভাগীয় পর্যায়ে কালাজ্বর আক্রান্ত গ্রামে আইআরএস ছড়ানো হয়। এই বছর স্থানীয় ব্লকে মাত্র একজন পিকেডিএল রোগী পাওয়া গিয়েছে। আপাতত তিনিও সুস্থ।’
advertisement
উপসর্গ চিহ্নিতকরণ—
বিহারের আইইসি কো-অর্ডিনেটর রাজকিশোর রাই বলেন, কোনও ব্যক্তির একটানা দুই সপ্তাহের বেশি জ্বর থাকলে সতর্ক হতে হবে। এর সঙ্গে যদি ওজন কমে যাওয়া, ক্ষুধামান্দ, মুখে কালো ছাপ, পেট ফুলে যাওয়ার মতো লক্ষণ দেখা যায় তাহলে চিকিৎসকের কাছে যেতে হবে। সরকারি হাসপাতালে চিকিৎসার সম্পূর্ণ বিনামূল্যের ব্যবস্থা রয়েছে।
advertisement
জটিলতা মোকাবিলার প্রস্তুতি
এই রোগের জটিলতার সঙ্গে লড়াই করতে ভবানীপুর ব্লকের ৮০ জন আশা কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। উপস্থিত ছিলেন স্বাস্থ্য আধিকারিক নবীনকুমার আফরোজিয়া, বিসিএম সতীশকুমার রাম, বিএমএনই প্রশান্তকুমার জয়সওয়াল, বিএইচডব্লিউ অশোককুমার মালাকার, পরিবার পরিকল্পনা আধিকারিক দুর্গেশ কুমার, স্বাস্থ্যকর্মী সুরেশ রাম, আইইসি বিহার কো-অর্ডিনেটর রাজকিশোর রাই প্রমুখ।
বাংলা খবর/ খবর/দেশ/
Fever: দু’সপ্তাহের বেশি জ্বর! চরম চিন্তায় প্রশাসন, জারি হল সতর্কবার্তা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement