শ্রী মহাবীরজি থানার আধিকারিক জানিয়েছেন, শনিবার রাতে ওই নাবালিকাকে বাড়িতে ঘুমাচ্ছিল। রাত ৯টার দিকে অভিযুক্ত তার বাড়িতে আসেন। তারপর তাকে জোর করে মাঠে নিয়ে যায়। আর তারপরই ঘটে সেই পৌশাচিক ভয়ঙ্কর কান্ড, সেখানেই নাবালিকাকে ধর্ষণ করে। অন্যদিকে, তার পরিবারের সদস্যরা বাড়িতে তাকে দেখতে না পেয়ে আশেপাশে খোঁজ করেন। অবশেষে খুঁজতে খুঁজতে মাঠে এসে দেখতে পায় সে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।
advertisement
আরও পড়ুন: জামাইবাবুর সঙ্গে দেখা করতে গিয়েই হল বিপদ! রাতের অন্ধকারে টেনে হিচড়ে নিয়ে গিয়ে গণধর্ষণ
অবিলম্বে ওই নাবালিকাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি থানাতেও ঘটনার কথা জানানো হয়। হাসপাতালে নবালিকাকে পরীক্ষা করা হয় এবং প্রাথমিক চিকিৎসা করা হয়। মেয়েটির শারিরিক অবস্থার অবনতি হলে, তাকে অবিলম্বে জয়পুরের একটি হাসপাতালে রেফার করা হয়।
আরও পড়ুন: অবশেষে শুরু প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া! চাকরি প্রার্থীদের চোখে জল মুখে হাসি
জানা গিয়েছে, অভিযুক্তকে পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এ ঘটনায় গ্রামবাসীর মধ্যে বেড়েছে ক্ষোভ। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা নজর রাখছেন।