রাজস্থানের পুরো এলাকাটিতেই ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক বাগান৷ এলাকার বেশিরভাগ মানুষই চাষাবাদের সঙ্গে যুক্ত৷ তাঁদের দেখেই রঘুবীরের আঙুর চাষের ভাবনা মনে আসে৷ কিন্তু অন্য সবকিছু ছেড়ে হঠাৎ আঙুর চাষের কথা ভাবলেন কেন?
রঘুবার সাইন জানালেন, প্রথমে তিনি তার জমিতে সরষে, ছোলা ও গম চাষ করতেন৷ কিন্তু আশপাশের কৃষকেরা স্বল্প খরচে বাগান করে ভাল লাভ করছিলেন৷ তাঁদের দেখেই বাগান করার সিদ্ধান্ত নেন রঘুবীর সেইন৷ শুরুতেই নাসিক থেকে আঙুরের লতা কিনে এনে চাষ করেন রঘুবীর।
advertisement
আরও পড়ুন: ফুটবল ক্রিকেটও খেলে, আবার পুজোও করে! এমন হাতি দেখেছেন? রইল তার ভিডিও
তাছাড়া ফল হিসেবে বাজারে আঙুরের প্রচুর চাহিদা৷ দেশের বিভিন্ন মদের কারখানাতেও আঙুরের চাহিদা রয়েছে। ফলে আঙুর চাষে লাভ প্রচুর৷ অন্যদিকে, চাষের কাজে সম্পূর্ণভাবে জৈবসার ব্যবহার করেন এই কৃষক৷ তাই তার বাগানের আঙুর বিকোচ্ছে বেশি দামে৷ এখন এই আঙুরের দাম প্রতি কেজি ৪০ টাকা৷