Assembly Elections Result (বিধানসভা নির্বাচনের ফলাফল) 2023 LIVE Updates
আরও পড়ুন, অসুস্থ শয়ে শয়ে শিশু, করোনার মতোই বিপদ ডেকে আনবে চিনের নতুন ভাইরাস?
আরও পড়ুন, পাইপে আটকে অগার মেশিন, আনা হল প্লাজমা কাটার! জটিল হচ্ছে উত্তরকাশীর উদ্ধারকাজ?
নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ৭০ হাজারের বেশি রাজস্থান পুলিশ, ১৮ হাজার রাজস্থান হোম গার্ড, ২ হাজার রাজস্থান বর্ডার হোম গার্ড, ১৫ হাজার অন্যান্য রাজ্যে পুলিশ (উত্তরপ্রদেশ, গুজরাট, হরিয়ানা, মধ্যপ্রদেশ), ১২০ কোম্পানি আরএসি মোতায়েন করা হয়েছে। এর সঙ্গে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী (সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি, সিআইএসএফ, এসএসবি, আরপিএফ ইত্যাদি) থেকে সশস্ত্র বাহিনী সহ সব মিলিয়ে মোট ১,৭০,০০০ এরও বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছিল।
advertisement
রাজ্যের মোট ৫২,১৩৯টি ভোটকেন্দ্রে ভোট হয়েছে। নির্বাচন কমিশন মতে, ৫টি প্রতিবেশী রাজ্যের সঙ্গে রাজস্থানের আন্তঃরাজ্য সীমান্তে ২৭৬টি চেকপোস্ট তৈরি করা হয়েছে। এই চেক পোস্টগুলি রাজ্যে অবৈধ পাচার এবং সন্দেহজনক কাজকর্ম রোধ করার চেষ্টা করবে।