আরও পড়ুন: ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি, শিয়ালদহতে বন্ধ ট্রেন চলাচল
রাজস্থান বিধানসভা নির্বাচনের স্ক্রিনিং কমিটি সভাপতি কুমারি শৈলজা ৷ নির্বাচনী লড়াইয়ে কংগ্রেস নেতাদের টিকিট দেওয়ার প্রধান দায়িত্ব রয়েছে তাঁর উপরেই ৷ শৈলজার বিরুদ্ধেই উঠল এই ঘোরতর অভিযোগ ৷ ফালোদি কেন্দ্রে ৩.৫ কোটি টাকার বিনিময়ে ভোটের টিকিট বিক্রি হয়েছে ৷ এমনই একটি পোস্টার মিলেছে কংগ্রেসের প্রধান কার্যালয়ের টয়লেটে ৷ কুমারি শৈলজা-সহ আরও একজন অপরিচিত মহিলার ছবিও দেখা গিয়েছে সেই পোস্টারটিতে ৷ ফালোদি নির্বাচনী কেন্দ্রে বিজয়লক্ষ্মী বিষ্ণোই-কে সাড়ে তিন কোটি টাকায় টিকিট বিক্রি করেছেন শৈলজা ৷
advertisement
আরও পড়ুন: অবশেষে খুলছে শবরীমালা মন্দিরের দরজা, মোতায়েন ২,৩০০ জন পুলিশ
চলতি বছরের জুন মাসে বিভিন্ন রাজ্যে স্ক্রিনিং কমিটি গঠন করে কংগ্রেস ৷ রাহুল গান্ধির নির্দেশের পরই অশোক গেহলট শৈলজাকে কমিটির সভাপতি হিসেবে নির্বাচন করে ৷