TRENDING:

Raja Raghuvanshi Murder Update: কোথায় গেল সোনমের সেই গয়নার বাক্স? মেঘালয় কাণ্ডে বড় মোড়! গ্রেফতার আরও ২

Last Updated:

উদ্ধার হওয়া সোনমের এই গয়নার বাক্স রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণ বলে মনে করছে পুলিশ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মেঘালয়ে রাজা রঘুবংশী হত্যাকাণ্ডে আরও দু জনকে গ্রেফতার করল পুলিশ৷ ধৃতদের মধ্যে সম্পত্তি বেচাকেনার ,সঙ্গ একজন মধ্যপ্রদেশের এবং একজন নিরাপত্তারক্ষী রয়েছেন৷ পুলিশ জানিয়েছে, ধৃত প্রোমোটারের বিরুদ্ধে সোনম রঘুবংশীর গয়নার বাক্স হাতিয়ে নেওয়ার অভিয়োগ রয়েছে৷ পুলিশ সূত্রে খবর, রাজাকে হত্যার পর এই গয়নার বাক্স নিয়ে মেঘালয় থেকে ইনদওরে ফিরেছিলেন সোনম৷ এর পর ইনদওরের একটি ফ্ল্যাটে ওই গয়নার বাক্স লুকিয়ে রাখা হয়৷
সোনম ও রাজা রঘুবংশী৷
সোনম ও রাজা রঘুবংশী৷
advertisement

মেঘালয়ের পূর্ব খাসি পার্বত্য জেলার পুলিশ সুপার বিবেক সিয়েম জানিয়েছেন, মধ্যপ্রদেশের দেওয়াস জেলার একটি টোল প্লাজার কাছ থেকে সিলোম জেমস নামে ওই প্রোমোটারকে গ্রেফতার করে মেঘালয় পুলিশের বিশেষ তদন্তকারী দল৷ ওই অভিযুক্ত পালানোর সময় তাঁকে পুলিশ গ্রেফতার করে৷ পুলিশ জানিয়েছে, গত মাসে রাজা রঘুবংশীকে হত্যার পর ইনদওরে ফিরে এই প্রোমোটারের ভাড়া দেওয়া একটি বহুতলের ফ্ল্যাটে আত্মগোপন করেছিল সোনম৷ সেখানেই নিজের সঙ্গে থাকা গয়নার বাক্স এবং অন্যান্য কিছু জিনিস লুকিয়ে রেখেছিল সে৷ ওই বাড়ির যিনি নিরাপত্তারক্ষী ছিলেন, তাঁকেও পরে গ্রেফতার করেছে মেঘালয় পুলিশ৷

advertisement

সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, সোনমের এই গয়নার বাক্স রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণ বলে মনে করছে পুলিশ৷ শুধু ওই গয়নার বাক্স নয়, নিজের প্রেমিক রাজের একটি আগ্নেয়াস্ত্র এবং ল্যাপটপও ওই ভাড়ার ফ্ল্যাটে লুকিয়ে রেখেছিল সোনম৷

অভিযোগ, ওই ফ্ল্যাটেই সোনমের খালি গয়নার বাক্সটি পুড়িয়ে ফেলে জেমস নামে ওই ব্যবসায়ী৷ তবে ঘটনাস্থল থেকে রাজার কোনও গয়নার খোঁজ পায়নি পুলিশ৷ সোনমের প্রেমিক রাজের পিস্তল, ল্যাপটপেরও খোঁজ মেলেনি৷ ফরেন্সিক টিম গিয়েও ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

জানা গিয়েছে, রাজা খুনে ধৃত অন্যতম ভাড়াটে খুনি বিশালকে এই ফ্ল্যাটটি ভাড়া দিয়েছিলেন জেমস৷ গত ১৩ জুন জেমস সাংবাদিকদের সামনে দাবি করেছিলেন, গত ৩০ মে বিশা্ল তাঁর কাছ থেকে ফ্ল্যাটটি ভাড়া নিতে আসেন৷ মাসিক ১৭ হাজার টাকায় ওই ফ্ল্যাটটি বিশালকে ভাড়া দেয় জেমস৷ আইনি চুক্তিও হয় বলে দাবি করেন তিনি৷৷ মেঘালয়ে রাজাকে হত্যার পর এই ফ্ল্যাটে এসেই বেশ কয়েকদিন কাটিয়েছিল সোনম৷ এর পর উত্তরপ্রদেশে গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করে সে৷ রাজার পরিবারের অভিযোগ ছিল, হনিমুনে যাওয়ার সময় নিজের এবং রাজার যাবতীয় গয়না সঙ্গে নিয়ে যায় সোনম৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Raja Raghuvanshi Murder Update: কোথায় গেল সোনমের সেই গয়নার বাক্স? মেঘালয় কাণ্ডে বড় মোড়! গ্রেফতার আরও ২
Open in App
হোম
খবর
ফটো
লোকাল